ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

আরামবাগ রহমতগঞ্জের জয়

প্রকাশিত: ১০:৫১, ২ মার্চ ২০১৯

 আরামবাগ রহমতগঞ্জের জয়

স্পোর্টস রিপোর্টার ॥ বাংলাদেশ প্রিমিয়ার লীগ ফুটবলে শুক্রবার দুটি খেলা অনুষ্ঠিত হয়। দুটি ম্যাচই হয় ঢাকার বাইরে। একটি ময়মনসিংহ এবং অন্যটি নোয়াখালীতে। ময়মনসিংহের রফিকউদ্দিন ভুঁইয়া স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে দু’বারের লীগ শিরোপাধারী বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়াচক্রকে ২-১ গোলে হারায় আরামবাগ ক্রীড়া সংঘ। নোয়াখালীর শহীদ ভুলু স্টেডিয়ামে অনুষ্ঠিত অপর ম্যাচে পাঁচবারের লীগ চ্যাম্পিয়ন টিম বিজেএমসিকে ১-০ গোলে হারায় ১৯৭৭ সালের লীগ রানার্সআপ রহমতগঞ্জ মুসলিম ফ্রেন্ডস সোসাইটি। ময়মনসিংহের ম্যাচে আরামবাগের জয়ের নায়ক রাইট উইঙ্গার জাহিদ হোসেন। তিনি করেন অনবদ্য জোড়া গোল। নয় ম্যাচে পাঁচ জয়ে ১৫ পয়েন্ট ‘রাইজিং স্ট্রেংথ’ খ্যাত আরামবাগের। পয়েন্ট টেবিলে আছে পঞ্চম স্থানে। পক্ষান্তরে আট ম্যাচে চতুর্থ হারের স্বাদ পাওয়া ‘দ্য রেডস’ খ্যাত মুক্তিযোদ্ধা সংসদের পয়েন্ট ১০। তারা আছে সপ্তম স্থানে। পূর্ণ তিন পয়েন্ট পেয়ে চলতি লীগে আবারও জয়ের ধারায় ফিরলো মারুফুল হকের দল আরামবাগ। ম্যাচের ত্রয়োদশ মিনিটে জাহিদের গোলে এগিয়ে যায় আরামবাগ। সতীর্থের লম্বা করে বাড়ানো বল অফসাইডের ফাঁদ ভেঙ্গে নিয়ন্ত্রণে নেয়ার পর দ্রুত ছুটে আসা এক ডিফেন্ডারকে কাটিয়ে বাঁ পায়ের দারুণ শটে লক্ষ্যভেদ করেন জাতীয় দলের সাবেক এই তারকা ফুটবলার (১-০)। ৫৮ মিনিটে ডি বক্সের ভেতর থেকে চিনেদু ম্যাথিউয়ের বাড়ানো বল কৌণিক শটে জালে জড়িয়ে ব্যবধান দ্বিগুণ করেন জাহিদ (২-০)। ৬৬ মিনিটে বাঁদিক দিয়ে একাধিক ডিফেন্ডারকে কাটিয়ে ইভানের একক প্রচেষ্টার গোলে ম্যাচে ফেরে মুক্তিযোদ্ধা সংসদ। কিন্তু পরে আর দলটি সমতায় ফেরা গোল পায়নি। শুক্রবার অন্য ম্যাচে নোয়াখালীর শহীদ ভুলু স্টেডিয়ামে টিম বিজেএমসিকে ১-০ গোলে হারায় পুরনো ঢাকার ক্লাব রহমতগঞ্জ মুসলিম ফ্রেন্ডস সোসাইটি। সিও জুনাপিও ম্যাচের ৭৭ মিনিটে জয়সূচক গোলটি করেন। নিজেদের অষ্টম ম্যাচে এটা ‘আইলো’, ‘ডাইলপট্টি’ এবং ‘জায়ান্ট কিলার’ খ্যাত রহমতগঞ্জের প্রথম জয়। এছাড়া আগের চার ড্র’য়ে মোট ৭ পয়েন্ট নিয়ে তারা আছে পয়েন্ট টেবিলের নবম স্থানে। পক্ষান্তরে নিজেদের নবম ম্যাচে এটা ষষ্ঠ হার ‘সোনালি আঁশের দল’ খ্যাত বিজেএমসির। এখনও কোন খেলায় জিততে পারেনি তারা। আগের তিন ড্র’য়ে তিন পয়েন্ট নিয়ে তারা আছে তলানির দিকেই (১৩ দলের মধ্যে দ্বাদশ)।
×