ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

আফগান রেকর্ডে কিপ্টে মুজিব

প্রকাশিত: ১০:৫০, ২ মার্চ ২০১৯

 আফগান রেকর্ডে কিপ্টে মুজিব

স্পোর্টস রিপোর্টার ॥ পাঁচ ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে আয়ারল্যান্ডকে ৫ উইকেটে হারিয়েছে আফগানিস্তান। তরুণ স্পিনার মুজিব-উর-রহমানের ৬ ওভারের প্রথম স্পেলে মাত্র ৭ রান দিয়ে তুলে নিয়েছেন ৩ উইকেট। তার করা প্রথম তিন ওভারই ছিল মেডেন। শুরুর এই ধাক্কাই আর সামলে উঠতে পারেনি আইরিশরা। ভেঙ্গে পড়েছে তাসের ঘরের মতো। ১০ ওভারে ৩টি মেডেনসহ ১৪ রানে ৩ উইকেট নিয়েছেন মুজিব। পুরো ১০ ওভার বোলিংয়ে আফগানিস্তানের হয়ে সবচেয়ে কম রান দেয়ার রেকর্ড এটিই। এর আগে ২০১৬ সালে মিরপুরে বাংলাদেশের বিপক্ষে ১০ ওভারে মোহাম্মদ নবি দিয়েছিলেন ১৬ রান। এতদিন এটাই ছিল আফগান ক্রিকেটে কিপ্টে বোলিংয়ের রেকর্ড। আইরিশদের ১৬১ রানে বেঁধে ফেলে ৪৯ বল হাতে রেখে ৫ উইকেটে ম্যাচ জিতে নেয় আফগানিস্তান। মুজিবের তিন শিকার আইরিশ অধিনায়ক উইলিয়াম পোর্টারফিল্ড (১), এ্যান্ড্রু বালবার্নি (২) ও অভিষিক্ত জেমস ম্যাককলাম (০)। জবাবে ব্যাট হাতে নেমে মোহাম্মদ শেহজাদ (৪৩) এবং হজরতুল্লাহ জাজাই (২৫) ভাল শুরু এনে দেন আফগানিস্তানকে। শেষের দিকে গুলবাদিন নাইবের ৪৬ রানের ইনিংসে হেসেখেলে জয়ের বন্দরে পৌঁছে যায় আফগানরা।
×