ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

ইন্দো-বাংলা যৌথ মহড়া শুরু আজ

প্রকাশিত: ০৯:১৯, ২ মার্চ ২০১৯

 ইন্দো-বাংলা যৌথ মহড়া শুরু আজ

ইন্দো-বাংলা যৌথ ‘সম্প্রীতি-৮’ শনিবার থেকে ১৫ মার্চ পর্যন্ত টাঙ্গাইলের বঙ্গবন্ধু সেনানিবাসে অনুষ্ঠিত হবে। মহড়ায় বাংলাদেশ ও ভারতের ৩০ অফিসারসহ মোট ১৭০ জনের একটি করে দল অংশ নেবে। এবারের যৌথ মহড়ার মূল প্রতিপাদ্য সন্ত্রাস এবং প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলায় প্রস্তুতি। উল্লেখ্য, ২০১০ সাল থেকে সম্প্রতি এক বছর পর পর পর্যায়ক্রমে ভারত ও বাংলাদেশে অনুষ্ঠিত হচ্ছে। এরই ধারাবাহিকতায় এ বছর ভারতীয় সেনাবাহিনীর দলটি বাংলাদেশে আগমন করছে। যৌথ মহড়া ‘সম্প্রীতি-৮’র মাধ্যমে দুই দেশের সেনাবাহিনীর মধ্যে বিদ্যমান সুসম্পর্ক আরও বৃদ্ধি পাবে।-আইএসপিআর
×