ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

সশস্ত্র বাহিনীর যৌথ অনুশীলন ‘বজ্র আঘাত’ সমাপ্ত

প্রকাশিত: ০৯:১৮, ২ মার্চ ২০১৯

 সশস্ত্র বাহিনীর যৌথ  অনুশীলন ‘বজ্র আঘাত’ সমাপ্ত

গত ২২ থেকে ২৭ ফেব্রুয়ারি পর্যন্ত চট্টগ্রামের কুতুবদিয়া সংলগ্ন এলাকায় ছয়দিনব্যাপী সশস্ত্র বাহিনীর যৌথ সামরিক অনুশীলন ‘বজ্র আঘাত’ সমাপ্ত হয়েছে। শেষ দিন তিন বাহিনী প্রধানগণ চূড়ান্ত অনুশীলন পর্যবেক্ষণ এবং এই অনুশীলনের মাধ্যমে কাক্সিক্ষত সফলতা অর্জিত হয়েছে বলে সন্তোষ প্রকাশ করেন। ভবিষ্যতে আরও বৃহৎ পরিসরে এ ধরনের যৌথ অনুশীলন পরিকল্পনা করা হবে বলে বাহিনী প্রধানগণ প্রত্যয় ব্যক্ত করেন। একইসঙ্গে সশস্ত্র বাহিনীকে আরও আধুনিক ও শক্তিশালী করে পর্যায়ক্রমে ফোর্সেস গোল-২০৩০ বাস্তবায়নের মাধ্যমে ক্রেডিবল ডিটারেন্স অর্জন করা সম্ভব হবে বলে বাহিনী প্রধানগণ অভিমত ব্যক্ত করেন। এ সময় সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার ও তিন বাহিনীর উর্ধতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। উল্লেখ্য, উদ্ভূত যে কোন পরিস্থিতিতে আন্তঃবাহিনীর যুদ্ধ কৌশলগত কার্যক্ষমতা বৃদ্ধি, যৌথ অপারেশন পরিকল্পনা সংক্রান্ত সক্ষমতা বৃদ্ধি ও যৌথ পরিমন্ডলে তিন বাহিনীর নেতৃত্ব, নিয়ন্ত্রণ ও সমন্বিত যোগাযোগ ব্যবস্থা সংক্রান্ত সক্ষমতা বৃদ্ধির উদ্দেশে সশস্ত্র বাহিনী বিভাগের তত্ত্বাবধানে ৬ দিনব্যাপী এই যৌথ সামরিক অনুশীলন সম্পন্ন হয়। চূড়ান্ত অনুশীলন থেকে লব্ধ জ্ঞান ভবিষ্যতে বাস্তবে প্রয়োগের জন্য সশস্ত্র বাহিনী সর্বদা সচেষ্ট থাকবে বলে বাহিনী প্রধানগণ আশা প্রকাশ করেন। -আইএসপিআর
×