ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

‘প্রিভেনশন অব জেন্ডার বেসড ভায়োলেশন’ শীর্ষক ওয়ার্কশপ

প্রকাশিত: ১২:০৭, ১ মার্চ ২০১৯

‘প্রিভেনশন অব জেন্ডার বেসড ভায়োলেশন’ শীর্ষক ওয়ার্কশপ

কানাডিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশে ‘এম্পাওয়ারিং ইয়ুথ থ্রো হিউম্যান রাইটস এডুকেশন ফর প্রিভেনশন অব জেন্ডার বেসড ভায়োলেশন’ শীর্ষক ওয়ার্কশপ অনুষ্ঠিত হয়েছে। গত মঙ্গলবার ইউনিভার্সিটির অডিটরিয়ামে এ ওয়ার্কশপের আয়োজন করা হয়। অনুষ্ঠানের সমাপনী পর্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সুপ্রীমকোর্টের এ্যাডভোকেট এবং সাউথ এশিয়ান ল’ ইয়ার্স ফোরামের প্রেসিডেন্ট শেখ সালাহউদ্দিন আহমেদ। অনুষ্ঠানের সভাপত্বিত করেন কানাডিয়ান ইউনিভার্সিটির প্রো ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. নজরুল ইসলাম। ওয়ার্কশপের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন কানাডিয়ান ইউনিভার্সিটির আইন বিভাগের বিভাগীয় প্রধান ড. আব্দুল্লাহ্-আল্ মঞ্জুর হোসেন। -বিজ্ঞপ্তি মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রীর সঙ্গে বিডিইউ ভিসির সাক্ষাত মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হকের সঙ্গে সৌজন্য সাক্ষাত ও মতবিনিময় করেছেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ডিজিটাল ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ড. মুনাজ আহমেদ নূর। বুধবার বিকেলে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ে এ সাক্ষাত ও মতবিনিময় করেন উপাচার্য অধ্যাপক ড. মুনাজ আহমেদ নূর। এ সময় উপাচার্য অধ্যাপক ড. মুনাজ আহমেদ নূর মন্ত্রী আ ক ম মোজাম্মেল হককে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী হিসেবে টানা দ্বিতীয়বার মনোনীত হওয়ায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ডিজিটাল ইউনিভার্সিটি পরিবারের পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন জানান। সাক্ষাতে উপাচার্য অধ্যাপক ড. মুনাজ আহমেদ নূর মুক্তিযুদ্ধবিষয়কমন্ত্রীর কাছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ডিজিটাল ইউনিভার্সিটি, বাংলাদেশের সার্বিক অগ্রগতির সংক্ষিপ্ত প্রতিবেদন হস্তান্তর করেন। -বিজ্ঞপ্তি।
×