ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

ভারতে উচ্চশিক্ষা বিষয়ক সেমিনারে ইউজিসি চেয়ারম্যানের প্রবন্ধ উপস্থাপন

প্রকাশিত: ১২:০৬, ১ মার্চ ২০১৯

ভারতে উচ্চশিক্ষা বিষয়ক সেমিনারে ইউজিসি চেয়ারম্যানের প্রবন্ধ উপস্থাপন

বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান প্রফেসর আবদুল মান্নান ভারতের রাজধানী নয়াদিল্লীতে সম্প্রতি অনুষ্ঠিত দুটি আন্তর্জাতিক সেমিনারে বাংলাদেশের উচ্চশিক্ষার সার্বিক বিষয়ে প্রবন্ধ উপস্থাপন করেন। সেন্টার ফর পলিসি রিসার্চ ইন হায়ার এডুকেশন, ন্যাশনাল ইনস্টিটিউট অব এডুকেশনাল প্ল্যানিং এবং ব্রিটিশ কাউন্সিলের যৌথ উদ্যোগে ইন্ডিয়া হ্যাবিটেট সেন্টারে ‘এম্পলয়মেন্ট এ্যান্ড এম্পলয়াবিলিটি অব হায়ার এডুকেশন গ্রাজুয়েটস’ শীর্ষক ১ম সেমিনারটি অনুষ্ঠিত হয়। বাংলাদেশসহ বিশ্বের ১১টি দেশের প্রতিনিধি সেমিনারটিতে অংশগ্রহণ করেন। প্রফেসর মান্নান তার প্রবন্ধে গত এক দশকে বাংলাদেশে উচ্চশিক্ষায় সাফল্য, নারীর অংশগ্রহণ, কর্মসংস্থান এবং উচ্চশিক্ষার মানোন্নয়নে ইউজিসির ভূমিকা তুলে ধরেন। তিনি সদ্য সমাপ্ত উচ্চ শিক্ষা মানোন্নয়ন প্রকল্পের সাফল্য তুলে ধরে বলেন, বিশ্বব্যাংক প্রথমবারের মতো বাংলাদেশের কোন প্রকল্পকে ‘অত্যন্ত সন্তোষজনক’ বলে আখ্যা দিয়েছে। ইউজিসি এ প্রকল্পের বাস্তবায়নকারী সংস্থা ছিল। -বিজ্ঞপ্তি
×