ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

ভোটারদের মধ্যে তেমন আগ্রহ ছিল না ॥ ফখরুল

প্রকাশিত: ১২:০৪, ১ মার্চ ২০১৯

ভোটারদের মধ্যে তেমন আগ্রহ ছিল না ॥ ফখরুল

স্টাফ রিপোর্টার ॥ ঢাকা সিটি কর্পোরেশন নির্বাচনে কোথাও নির্বাচনী উৎসবের লেশ মাত্র দেখা যায়নি, এটি একটি তামাশার নির্বাচন হয়েছে বলে অভিযোগ করেছেন বিএনপির মুখপাত্র ও সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী। বৃহস্পতিবার নয়াপল্টন বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ অভিযোগ করেন। রিজভী বলেন, ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র কে হবেন তা ভোটের আগের রাতেই নির্ধারিত হয়ে গেছে। এ কারণেই নির্বাচন নিয়ে ভোটারদের মধ্যে তেমন আগ্রহ দেখা যায়নি। অধিকাংশ কেন্দ্রে ভোটারদের উপস্থিতি ছিল একেবারেই কম। ভোট চলাকালে কোথাও কোন উত্তাপ ছিল না। নির্বাচন আমাদের দেশে একটা উৎসব। সেই উৎসবের লেশমাত্র কোথাও দেখা যায়নি। বিরাজ করছে এক ধরনের নীরবতা। বর্তমান সরকার গণতন্ত্রের প্রতিযোগিতাকে নষ্ট করেছে। স্বৈরাচারী চেহারার মধ্যে প্লাস্টিক সার্জারি করে একটা গণতন্ত্রের চেহারা দেখাতে চাচ্ছেন তারা। এক প্রশ্নের জবাবে রিজভী বলেন, ভোটকেন্দ্রে ভোটার না আসার দায় নির্বাচন কমিশনের নয়। এ দায় রাজনৈতিক দলগুলোর এবং প্রার্থীদের। উপজেলা নির্বাচনে অংশ নেয়ায় ৪ বিএনপি নেতা বহিষ্কার ॥ দলের সিদ্ধান্ত অমান্য করে উপজেলা নির্বাচনে অংশগ্রহণ করায় চার নেতাকে বহিষ্কার করেছে বিএনপি। বৃহস্পতিবার বিএনপির সহ-দফতর সম্পাদক তাইফুল ইসলাম টিপু স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
×