ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

শিক্ষাবৃত্তির চেক প্রদান

প্রকাশিত: ১১:৪২, ১ মার্চ ২০১৯

শিক্ষাবৃত্তির চেক প্রদান

নিজস্ব সংবাদদাতা, চাঁদপুর, ২৮ ফেব্রুয়ারি ॥ মেধাবী ও অসচ্ছল শিক্ষার্থীদের মাঝে শিক্ষা বৃত্তির চেক প্রদান করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে চাঁদপুর জেলা পরিষদ অডিটরিয়ামে অনুষ্ঠিত চেক প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা পরিষদ চেয়ারম্যান ওচমান গনি পাটোয়ারী। অনুষ্ঠানে জেলার ৮ উপজেলার এসএসসি, এইচএসসি ও সমমানের ৩শ’ ১১ শক্ষার্থীর মাঝে ১০ লাখ ২ হাজার টাকার শিক্ষাবৃত্তি চেক বিতরণ করা হয়। অনুষ্ঠানে চাঁদপুর জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা আবদুল মান্নানের সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন জেলা পরিষদ সচিব মিজানুর রহমান, চাঁদপুর প্রেসক্লাব সভাপতি শহীদ পাটোয়ারী, সাধারণ সম্পাদক লক্ষণ চন্দ্র সূত্রধরসহ জেলা পরিষদের কর্মকর্তাবৃন্দ। কৃষি প্রযুক্তিমেলা উদ্বোধন নিজস্ব সংবাদদাতা, গাইবান্ধা, ২৮ ফেব্রুয়ারি ॥ গাইবান্ধার স্বাধীনতা প্রাঙ্গণে কৃষি সম্প্রসারণ অধিদফতরের আয়োজনে তিন দিনব্যাপী কৃষি প্রযুক্তিমেলা বৃহস্পতিবার শুরু হয়েছে। গাইবান্ধা জেলা প্রশাসক মোঃ আবদুল মতিন আনুষ্ঠানিকভাবে এ মেলার উদ্বোধন করেন। উদ্বোধনী অনুষ্ঠানে গাইবান্ধার কৃষি সম্প্রসারণ অধিদফতরের ভারপ্রাপ্ত উপ-পরিচালক মোঃ শওকত ওসমানের সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন অতিরিক্ত উপ-পরিচালক আবুল কালাম, উপ-সহকারী পরিচালক মোস্তাফিজুর রহমান, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু বকর সিদ্দিক, সাংবাদিক সরকার মোঃ শহিদুজ্জামান প্রমুখ। মেলায় কৃষি প্রযুক্তি এবং কৃষি যন্ত্রপাতির ২৬টি স্টল স্থান পেয়েছে।
×