ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

বাউফলে মাদ্রাসা দখল করতে শিক্ষক শিক্ষার্থীদের ধাওয়া

প্রকাশিত: ১১:৪১, ১ মার্চ ২০১৯

বাউফলে মাদ্রাসা দখল করতে শিক্ষক শিক্ষার্থীদের ধাওয়া

নিজস্ব সংবাদদাতা, বাউফল, ২৮ ফেব্রুয়ারি ॥ মাদ্রাসায় প্রবেশের সময় ধারালো দা নিয়ে শিক্ষক ও শিক্ষার্থীদের ধাওয়া করেছেন এক নারী। এ ঘটনায় আতঙ্কের সৃষ্টি হয়েছে। বৃহস্পতিবার বাউফল উপজেলার নওমালা ইউনিয়নের পূর্ব নওমালা গ্রামে এ ঘটনা ঘটেছে। জানা গেছে, ওই গ্রামের পূর্ব নওমালা ছালেহিয়া স্বতন্ত্র ইবতেদায়ী দাখিল মাদ্রাসা দখল করেন জনৈক আলতাফ হাওলাদারের স্ত্রী রুনু বেগম। এর কারণে শিক্ষার্থী ও শিক্ষকরা মাদ্রাসায় প্রবেশ করতে পারেন না। প্রবেশের চেষ্টা করলে তাদের গালমন্দ করেন। ফলে শিক্ষার্থীরা ক্লাস না করে বাড়ি ফিরে যান। ঘটনার দিন বৃহস্পতিবার ওই মাদ্রাসায় কয়েক সাংবাদিক আসার খবর পেয়ে শিক্ষক ও শিক্ষার্থীরা মাদ্রাসা প্রাঙ্গণে এলে, এ সময় রুনু বেগম শিক্ষক ও শিক্ষার্থীদের দেখে ক্ষুব্ধ হয়ে ধারালো দা নিয়ে তাদের দিকে তেড়ে যান। এসময় শিক্ষার্থীরা প্রাণ ভয়ে পালিয়ে যান। মাদ্রাসা ম্যানেজিং কমিটির সভাপতি শাহআলম সর্দার বলেন, রুনু বেগমের বাবা জয়নাল সর্দারসহ ৬ জন মাদ্রাসার নামে স্থানীয় মাপের ১২ কড়া জমি দান করেছেন। সম্প্রতি ওই জমি নিজের দাবি করে রুনু বেগম মাদ্রাসা দখল করেছেন। এতে পাঠদানসহ মাদ্রাসার সার্বিক কার্যক্রম ব্যাহত হচ্ছে। মাদ্রাসার প্রধান শিক্ষক মোঃ আবদুল জলিল বলেন, প্রতিদিন মাদ্রাসায় আসার পর রুনু বেগম আমাদের ধারালো অস্ত্র নিয়ে ধাওয়া করে তাড়িয়ে দেন। তবে রুনু বেগম বলেন, আমি দীর্ঘদিন ঢাকায় ছিলাম। তখন শাহআলম গং আমার ভিটাবাড়ি দখল করে মাদ্রাসা নির্মাণ করেছেন। বাড়ি ফিরে এসে দেখি আমার মাথা গোঁজার ঠাঁই নেই। তিনি বলেন, এই জমি ও ঘর (মাদ্রাসা) আমার। এটি দখল করার অধিকার কারও নেই।
×