ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

সাঁথিয়ায় স্বেচ্ছাশ্রমে পাঁচ গ্রামের রাস্তা নির্মাণ

প্রকাশিত: ১১:৪০, ১ মার্চ ২০১৯

সাঁথিয়ায় স্বেচ্ছাশ্রমে পাঁচ গ্রামের রাস্তা নির্মাণ

নিজস্ব সংবাদদাতা, পাবনা, ২৮ ফেব্রুয়ারি ॥ সাঁথিয়ার উপজেলার লক্ষ্মীপুর, চমরপুর, আমোষ, ফেচুয়ান, বোয়ালমারি, গ্রামের সঙ্গে পৌর এলাকায় যোগাযোগের রাস্তা না থাকায় হাজার হাজার মানুষকে প্রতিদিন ৫ কিলোমিটার ঘুরে নানা দুর্ভোগে যাতায়াত করতে হয়। ঘুরাপথে পৌর এলাকায় যাতায়াতসহ কৃষিপণ্য বাজারজাতকরণে দ্বিগুণ টাকা খরচ করতে হয়। এসব গ্রামের এ দুর্ভোগ লাঘবে শত শত গ্রামবাসী স্বেচ্ছাশ্রমে দুই কিলোমিটার রাস্তা নির্মাণ করে তাদের দীর্ঘকালের দুর্ভোগের অবসান করতে যাচ্ছে। এলাকাবাসী জানিয়েছে, উপজেলার বোয়ালমারী, লক্ষ্মীপুর, চমরপুর, আমোষ ও ফচুয়ান গ্রামবাসী দ্রুত উপজেলা সদরে যাতায়াত করার কোন রাস্তা ছিল না। এসব গ্রাম থেকে সাঁথিয়া সদরের দূরত্ব ২ কিলোমিটার হলেও তাদের ৫ কিলোমিটার ঘুরা পথে যাতায়াত করতে হতো। ২০১৮ সালে ওই গ্রামগুলোর বিভিন্ন শ্রেণীপেশার মানুষ কৃষিজমির ওপর দিয়ে সহজ চলাচলে রাস্তা নির্মাণের উদ্যোগ গ্রহণ করেন। ওই সময় জমি ও অর্থের অভাবে রাস্তা নির্মাণ প্রক্রিয়া বন্ধ হয়ে যায়। চলতি বছরের প্রথম থেকেই পুনরায় পৌর এলাকার বোয়ালমারী কবরস্থান থেকে চমরপুর ক্যানেল পর্যন্ত ২ কিলোমিটার রাস্তা নির্মাণে এলাকাবাসীকে সঙ্গে নিয়ে কাজ শুরু করেন সাঁথিয়া পৌর মেয়র মিরাজুল ইসলাম ও ব্যাংক কর্মকর্তা মনজুরুল হক।
×