ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

খুলনায় হত্যা মামলায় সৎ ভাইসহ ৩ জনের যাবজ্জীবন

প্রকাশিত: ১১:৪০, ১ মার্চ ২০১৯

খুলনায় হত্যা মামলায় সৎ ভাইসহ ৩ জনের যাবজ্জীবন

স্টাফ রিপোর্টার, খুলনা অফিস ॥ যশোর জেলার অভয়নগর উপজেলার পুড়াখালি গ্রামে পৈত্রিক সম্পত্তি ভাগাভাগি নিয়ে বিরোধের জেরে কালাম মোল্লাকে হত্যার দায়ে নিহতের সৎভাই ও তার ছেলেসহ ৩ জনকে যাবজ্জীবন সশ্রম কারাদ-, প্রত্যেককে ২০ হাজার টাকা করে অর্থদ-, অনাদায়ে আরও এক বছর করে কারাদ-ের আদেশ দিয়েছে আদালত। বৃহস্পতিবার দুপুরে খুলনার দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক এম এ রব হাওলাদার এ রায় ঘোষণা করেন। যাবজ্জীবন দ-প্রাপ্ত আসামিরা হলো যশোর জেলার অভয়নগর উপজেলার পুড়াখালি গ্রামের মোঃ মালেক মোল্লার ছেলে মোঃ শাহজাহান মোল্লা (৫০), শাহজাহান মোল্লার ছেলে মোঃ ইব্রাহিম মোল্লা (২০) ও মৃত তোজাম সরকারের ছেলে মোঃ হাবিবার সরকার (৫০)। এ মামলার অপর ৪ আসামির বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত না হওয়ায় তাদের বেকসুর খালাস দেয়া হয়েছে। উল্লেখ্য, ২০১৬ সালের ১৪ মে দুপুর সাড়ে ১২টার দিকে যশোর জেলার অভয়নগর উপজেলার পুড়াখালি গ্রামে পৈত্রিক সম্পত্তি ভাগাভাগি নিয়ে বিরোধের জেরে সৎভাই কালাম মোল্লাকে ধারালো দা দিয়ে কুপিয়ে মারাত্মক আহত করে আসামিরা।কালামকে স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। কিশোরগঞ্জ নিজস্ব সংবাদদাতা কিশোরগঞ্জ থেকে জানান, দশম শ্রেণীর এক ছাত্রীকে অপহরণের মামলায় বনি খান (২২) নামে এক তরুণকে যাবজ্জীবন সশ্রম কারাদ- দিয়েছে আদালত। এছাড়াও রায়ে ২০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ছয় মাসের সশ্রম কারাদ- দেয়া হয়েছে। দ-প্রাপ্ত আসামি জেলার নিকলী উপজেলার ভাটি নানশ্রী গ্রামের বাবুল খানের ছেলে। বৃহস্পতিবার দুপুরে কিশোরগঞ্জের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ এর বিচারক কিরণ শঙ্কর হালদার আসামির অনুপস্থিতিতে রায় দেন। উল্লেখ্য, ২০১৪ সালের ২২ মার্চ কোচিংয়ে যাওয়ার পথে রাস্তা থেকে আসামি বনি খান সঙ্গীয়দের নিয়ে জোরপূর্বক মাইক্রোবাসে অপহরণ করে নিয়ে যায়। ঝিনাইদহ নিজস্ব সংবাদদাতা ঝিনাইদহ থেকে জানান, মাদক মামলায় ৩ জনের যাবজ্জীবন ও ৩ জনের ১৪ বছরের কারাদ- দিয়েছে আদালত। বৃহস্পতিবার দুপুরে ঝিনাইদহ বিশেষ ট্রাইব্যুনাল আদালতের বিচারক অতিরিক্ত জেলা জজ গোলাম আযম এ আদেশ দেন। যাবজ্জীবন দ-প্রাপ্তরা হলেন, কালীগঞ্জ উপজেলার কাশিপুর গ্রামের মিজানুর রহমান, চুয়াডাঙ্গা সদর উপজেলার বেগমপুর গ্রামের শাহাদত হোসেন ও জীবননগর উপজেলার উথলী গ্রামের জয়নাল আবেদীন। এছাড়া চুয়াডাঙ্গা শহরের পুরাতন হাসপাতাল পাড়ার মাজেদুল ইসলাম ওরফে মজিদ, দামুড়হুদা উপজেলার কলাবাড়িয়া গ্রামের আনিছুর রহমান ও মহেশপুর উপজেলার জলুলী গ্রামের মাসুদ রানাকে ১৪ বছর করে কারাদণ্ড প্রদান করা হয়েছে। উল্লেখ্য, ২০১২ সালের ৩০ ডিসেম্বর ঝিনাইদহের কালীগঞ্জ থানা পুলিশ কাশিপুর গ্রামের মিজানুরের বাড়ি তল্লাশি করে ৬০ বোতল ফেনসিডিল উদ্ধার করে। পুলিশ বাদী হয়ে কালীগঞ্জ থানায় মামলা দায়ের করে।
×