ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

জাতীয় ভোটার দিবস আজ, দেশে প্রথম

প্রকাশিত: ১১:১৭, ১ মার্চ ২০১৯

জাতীয় ভোটার দিবস আজ, দেশে প্রথম

স্টাফ রিপোর্টার ॥ দেশে প্রথমবারের মতো আজ ১ মার্চ পালিত হতে যাচ্ছে জাতীয় ভোটার দিবস। দিবসটি পালনের জন্য নির্বাচন কমিশনের পক্ষ থেকে বিস্তারিত কর্মসূচী নেয়া হয়েছে। সারাদেশের পাশাপাশি কেন্দ্রীয়ভাবেই এ দিবসটি পালন করা হবে। ইসি জানিয়েছে, ভোটার দিবস উপলক্ষে আজ থেকে সারাদেশের ভোটার তালিকার হালনাগাদ শুরু হবে। প্রাথমিকভাবে ছয়জনকে জাতীয় পরিচয় প্রদানের মাধ্যমে এই কর্মসূচী শুরু করা হবে। তবে মার্চ মাস জুড়ে উপজেলা নির্বাচন থাকায় এপ্রিল মাস থেকে সারাদেশে একযোগে এই হালনাগাদের কাজ শুরু হবে। এদিকে নির্বাচন কমিশন সচিব হেলালুদ্দিন আহমদ বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে ১ মার্চ ভোটার দিবসের বিষয়ে বলেন, দেশের ইতিহাসে প্রথমবারের মতো জাতীয় ভোটার দিবস পালিত হবে। এই উপলক্ষে সারাদেশে আমরা এটা পালন করার জন্য উদ্যোগ নিয়েছি। কেন্দ্রীয়ভাবে আমরা নির্বাচন কমিশনেও দিবস পালনের জন্য কর্মসূচী হাতে নিয়েছি। সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে হেলালুদ্দীন আহমদ বলেন, ভোটার তালিকা হালনাগাদের কাজ আনুষ্ঠানিকভাবে আজ থেকে শুরু হবে। নতুন ছয়জন ভোটারকে জাতীয় পরিচয়পত্র দিয়ে এই কার্যক্রম শুরু হবে। তবে পুরো মার্চ মাসজুড়ে উপজেলা নির্বাচনের জন্য এপ্রিল মাস থেকে বিভিন্ন এলাকায় এই হালনাগাদের কাজ শুরু হবে। জানা গেছে, জাতীয় ভোটার দিবস উপলক্ষে ইসির আঞ্চলিক ও বিভাগীয় শহর, জেলা ও উপজেলায় র‌্যালি এবং লিফলেট বিতরণ করা হবে। ‘ভোটার হব ভোট দেব’, এই স্লোগানকে সামনে রেখে দিবসটি পালন করতে প্রয়োজনীয় প্রস্তুতি নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। এদিন বিকেল চারটায় নির্বাচন কমিশনের নিজস্ব অডিটরিয়ামে রাষ্ট্রপতি মোঃ আবদুল হামিদ ভোটার দিবস উপলক্ষে ইসির আমন্ত্রণে বক্তব্য রাখবেন বলে জানা গেছে। ইসি সূত্র জানায়, ভোটার দিবস পালন করতে নির্বাচন কমিশন ভবনসহ সারাদেশের বিভাগ, জেলা ও উপজেলা পর্যায়ে নানা কর্মসূচীর আয়োজন করছে ইসি। ভোটার দিবস উপলক্ষে নির্বাচন ভবন চলছে সাজসজ্জার কাজ। ভবনের চারপাশ সাজানো হচ্ছে রাষ্ট্রপতি মোঃ আবদুল হামিদ, প্রধান নির্বাচন কমিশনারসহ (সিইসি) অন্য চার কমিশনারের ছবি। এছাড়া বড় বড় ব্যানার ফেস্টুনে বড় বড় করে ‘ভোটার হব ভোট দেব’, ‘১ মার্চ ভোটার দিবস’ লেখা সম্বলিত ব্যানার টানানো হয়েছে। কেন্দ্রীয়ভাবে কর্মসূচীর মধ্যে সংসদ ভবনের সামনে থেকে আগারগাঁওয়ের নির্বাচন ভবন পর্যন্ত র‌্যালি হবে সকালে। বিকেল ৪টায় নির্বাচন ভবনের অডিটরিয়ামে আলোচনা সভা হবে। তাতে উপস্থিত থাকবেন রাষ্ট্রপতি মোঃ আবদুল হামিদ, আইন, বিচার ও সংসদ বিষয়কমন্ত্রী আনিসুল হক, ইসির পাঁচ কমিশনার ও অন্য কর্মকর্তা-কর্মচারীরা। সন্ধ্যা পৌনে ৬টার দিকে অনুষ্ঠান সমাপ্তি ঘোষণা করা হবে। মূলত ‘গণতন্ত্র, নির্বাচন ও ভোটাধিকার বিষয়ে সচেতনতা তৈরির লক্ষ্যে’ প্রতি বছরের ১ মার্চকে জাতীয় ভোটার দিবস হিসেবে উদ্যাপন করার সিদ্ধান্ত নেয় বাংলাদেশ সরকার। গত বছরের এপ্রিল মাসে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে ১ মার্চে জাতীয়ভাবে ভোটার দিবস পালনের এই সিদ্ধান্ত নেয়া হয়। এরপর এবারই প্রথম এই বছর জাতীয় ভোটার দিবস পালনের উদ্যোগ নেয়া হলো।
×