ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

ছবির গল্প ॥ আজব কফিন

প্রকাশিত: ০৯:২৯, ১ মার্চ ২০১৯

ছবির গল্প ॥ আজব কফিন

ঘানার অধিবাসীরা এমন সব কফিন তৈরি করেন যাতে সেই মৃত ব্যক্তির জীবনযাত্রা, তার স্বপ্ন, আবেগ ও সামাজিক মর্যাদা ফুটে ওঠে। রাজধানী আক্রার দুটো কফিন বানানোর কারখানায় এমন আজব সব কফিনের ছবি তুলেছেন বিবিসির সাংবাদিক ফেলিপ আব্রু এবং হেনরিক হেডলার। তেমনই একটি কফিন মরিচের আদলে তৈরি কফিন। ঘানায় এই লাল মরিচের একটা প্রতীকী অর্থ রয়েছে। এখানে লাল রং এবং এর ঝাল স্বাদ সেই মৃতব্যক্তির জীবিত থাকাকালীন ব্যক্তিত্ব ফুটিয়ে তোলে। লাল মরিচ দিয়ে সাধারণ রাগী মানুষ বোঝায়। যাদের সঙ্গে কেউ লাগতে যায় না।
×