ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ

প্রকাশিত: ০৯:১৬, ১ মার্চ ২০১৯

ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ

নিজস্ব সংবাদদাতা, শেরপুর, ২৮ ফেব্রুয়ারি ॥ আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে শেরপুরে সপ্তাহব্যাপী ফ্রি গ্রাফিক্স ডিজাইন ও ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ কর্মসূচীর সমাপনী অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দুপুরে জেলা প্রশাসনের তুলসীমালা ট্রেনিং কাম কম্পিউটার ল্যাবে আয়োজিত ওই সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক আনার কলি মাহবুব। ওই সময় তিনি বলেন, ফ্রিল্যান্সিংয়ের মাধ্যমে ঘরে বসে প্রতিমাসে আয় করা সম্ভব। বর্তমান বিশ্বে এ মুক্ত পেশার চাহিদা দিন দিন বাড়ছে। ডিজিটাল বাংলাদেশ গঠনের লক্ষ্যে শেরপুরের শিক্ষিত বেকার তরুণ-তরুণীদের কাজে লাগিয়ে তাদের আত্মনির্ভরশীল করে তোলার জন্য জেলা প্রশাসন সম্পূর্ণ বিনামূল্যে এই প্রশিক্ষণের আয়োজন করেছে। বাল্যবিয়ে রোধে মতবিনিময় নিজস্ব সংবাদদাতা, বাঁশখালী, ২৮ ফেব্রুয়ারি ॥ চট্টগ্রামের বাঁশখালী পৌরসভা চত্বরে বাল্যবিয়ে রোধ, পাহাড় কর্তন, বালি উত্তোলন ও মাদক নিয়ন্ত্রণ জনসচেতনতামূলক মতবিনিময় সভা বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন, বাঁশখালী পৌরসভার মেয়র মুক্তিযোদ্ধা শেখ সেলিমুল হক চৌধুরী। প্রধান অতিথি ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোমেনা আক্তার। বিশেষ অতিথি ছিলেন, বাঁশখালী থানা অফিসার ইনচার্জ (ওসি) কামাল হেসেন, সাবেক অধ্যক্ষ মোহাম্মদ ইদ্রিস, কাউন্সিলর রুজিয়া সোলতানা রুজি, কাউন্সিলর দেলোয়ার হোসেন, কাউন্সিলর আব্দুর রহমান, কাউন্সিলর তপন বড়ুয়া, কাউন্সিলর আজগর হোসেন, কাউন্সিলর নুরুল কবির সিকদার প্রমুখ।
×