ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

নড়াইলে ৫২টি সিসি ক্যামেরা উদ্বোধন করলেন মাশরাফী

প্রকাশিত: ০৯:১৫, ১ মার্চ ২০১৯

নড়াইলে ৫২টি সিসি ক্যামেরা উদ্বোধন করলেন মাশরাফী

নিজস্ব সংবাদদাতা, নড়াইল, ২৮ ফেব্রুয়ারি ॥ সার্বিক নিরাপত্তায় ৫২টি সিসি ক্যামেরার আনুষ্ঠানিক উদ্বোধন করলেন নড়াইল-২ আসনের নবনির্বাচিত এমপি এবং নড়াইল এক্সপ্রেস ফাউন্ডেশনের চেয়ারম্যান ক্রিকেট তারকা মাশরাফী বিন মর্তুজা। বুধবার রাত সাড়ে ৮টায় পুলিশ সুপারের কার্যালয়ে অবস্থিত সিসি ক্যামেরার কন্ট্রোল রুমে নড়াইল শহর এবং লোহাগড়া পৌর এলাকার সিসি ক্যামেরা কার্যক্রমের উদ্বোধন করেন তিনি। এ উপলক্ষে পুলিশ সুপার মোহাম্মদ জসিম উদ্দিনের পিপিএম (বার) সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন, মাশরাফী বিন মর্তুজা এমপি, জেলা প্রশাসক আনজুমান আরা, নড়াইল সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডাঃ জসিম উদ্দিন হাওলাদার, পৌর মেয়র মোঃ জাহাঙ্গীর বিশ্বাস প্রমুখ। এ সময় জেলা পুলিশের পদস্থ কর্মকর্তাগণ, নড়াইল এক্সপ্রেস ফাউন্ডেশনের কর্মকর্তাসহ অনেকে উপস্থিত ছিলেন। নড়াইল এক্সপ্রেস ফাউন্ডেশনের সহযোগিতায় জেলাবাসীর সার্বিক নিরাপত্তা জোরদার করতে নড়াইল ও লোহাগড়া পৌর শহরের বিভিন্ন পয়েন্টে প্রথম ধাপে প্রায় ২৫ লাখ টাকা ব্যয়ে ৫২টি সিসি ক্যামেরা বসানো হয়েছে। মংলায় অপহৃত কিশোরী বরিশালে উদ্ধার স্টাফ রিপোর্টার, বরিশাল ॥ বাগেরহাটের মংলা থেকে অপহরণের পাঁচদিন পর অপহৃত কিশোরীকে (১৭) বুধবার মধ্যরাতে জেলার গৌরনদী উপজেলার টরকীরচর এলাকা থেকে উদ্ধার করেছে পুলিশ। গৌরনদী মডেল থানার ওসি (তদন্ত) মাহাবুবুর রহমান জানান, গত ২০ ফেরুয়ারি সকালে মংলা সদরের মাদ্রাসা রোড থেকে ওই কিশোরীকে অপহরণ করা হয়। এ ঘটনায় অপহৃতার মা বাদী হয়ে মংলা থানায় একটি মামলা দায়ের করেন। গোপন সংবাদের ভিত্তিতে বুধবার মধ্যরাতে গৌরনদী মডেল থানা পুলিশ টরকীরচর এলাকা থেকে অপহৃতাকে উদ্ধার করলেও অপহরণকারীদের গ্রেফতার করতে পারেনি। বিদ্যুত স্পৃষ্ট হয়ে কৃষকের মৃত্যু স্টাফ রিপোর্টার, পঞ্চগড় ॥ তেঁতুলিয়া উপজেলায় বিদ্যুত স্পৃষ্ট হয়ে জাকির হোসেন (৪২) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার সকালে উপজেলার সরকার পাড়া এলাকায় মর্মান্তিক এই ঘটনাটি ঘটে। নিহত জাকির হোসেন ওই এলাকার জসিম উদ্দীনের ছেলে। স্থানীরা জানান, সকালে জাকির হোসেন বাড়ির পাশে বোরো ধান ক্ষেতে সেচ দেয়ার জন্য সেচ পাম্পের বৈদ্যুতিক সংযোগ দিতে যান।
×