ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

টেকনাফে বন্দুকযুদ্ধে লক্ষীপুরের মাদক কারবারি নিহত

প্রকাশিত: ০৯:১৫, ১ মার্চ ২০১৯

টেকনাফে বন্দুকযুদ্ধে লক্ষীপুরের মাদক কারবারি নিহত

স্টাফ রিপোর্টার, কক্সবাজার ॥ টেকনাফ সীমান্তে বিজিবির সঙ্গে বন্দুকযুদ্ধে বেলাল হোসেন নামে লক্ষীপুরের এক মাদক কারবারি যুবক নিহত হয়েছে। বৃহস্পতিবার ভোররাতে হোয়াইক্যং খারাংখালী পয়েন্টে এ ঘটনা ঘটে। পুলিশ মরদেহ উদ্ধার করে মর্গে পাঠিয়েছে। নিহত ব্যক্তি লক্ষীপুরের ভবানীগঞ্জের আব্দুল্লাহপুরের আবুল বাশারের পুত্র। এর আগে তাকে আটক করে অভিযানে গেলে তার সহযোগীরা বিজিবিকে লক্ষ্য করে গুলিবর্ষণ করে। বিজিবিও আত্মরক্ষার্থে পাল্টা গুলিবর্ষণ করেছে। এতে উভয়পক্ষের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটে। খবর পেয়ে সকালে টেকনাফ থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে বিপুল পরিমাণ ইয়াবা, ২টি মোবাইল, নগদ ৩ হাজার ৩৭০ টাকাসহ গুলিবিদ্ধ মৃতদেহ উদ্ধার করেছে। নিহতের পকেটে থাকা কাগজপত্রের সূত্র ধরে পরিচয় নিশ্চিত করা হয় বলে টেকনাফ থানা পুলিশ জানিয়েছে। লালমনিরহাটে মাদক বিক্রেতা গুলিবিদ্ধ নিজস্ব সংবাদদাতা লালমনিরহাট থেকে জানান, কালীগঞ্জ উপজেলার দলগ্রাম ইউনিয়নের শ্রীখাতা এলাকায় বুধবার রাতে পুলিশের গুলিতে বকুল মিয়া (৩৭) নামে এক মাদক বিক্রেতা গুলিবিদ্ধ হয়েছেন। বকুল পাশর্^বর্তী আদিতমারী উপজেলার তালুক পলাশী এলাকার মৃত ফয়েজ উদ্দিন মাস্টারের ছেলে বলে জানা গেছে। পুলিশ জানান, কালীগঞ্জ উপজেলার ভোটমারী এলাকায় পুলিশ অভিযান পরিচালনা করে ২০০ ইয়াবাসহ মাদক বিক্রেতা বকুলকে আটক করে। পরে তার দেয়া তথ্যের ভিত্তিতে মাদকের বড় চালান উদ্ধারে তাকে সঙ্গে নিয়ে শ্রীখাতা এলাকার একটি ইটভাঁটিতে অভিযান চালায় কালীগঞ্জ থানা পুলিশের একটি দল। এ সময় বকুলের সহযোগীরা পুলিশের ওপর হামলা চালিয়ে বকুলকে ছিনিয়ে নেয়ার চেষ্টা করলে পুলিশ গুলি ছুড়ে। এতে বকুলের দুই পায়ে গুলিবিদ্ধ হলে তাকে আটক করা হয়। এসময় মাদক বিক্রেতাদের হামলায় পুলিশের দুই সদস্য আমিনুল ইসলাম ও জাহাঙ্গীর আলম আহত হন। আহতদের কালীগঞ্জ উপজেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে।
×