ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

নবেম্বরে সিঙ্গাপুরে অনুষ্ঠিত হবে গ্লোবাল বিজনেস সামিট

প্রকাশিত: ০৯:১২, ১ মার্চ ২০১৯

নবেম্বরে সিঙ্গাপুরে অনুষ্ঠিত হবে গ্লোবাল বিজনেস সামিট

স্টাফ রিপোর্টার ॥ আগামী ২৯ নবেম্বর সিঙ্গাপুরে শুরু হতে যাচ্ছে দুই দিনব্যাপী গ্লোবাল বিজনেস সামিট। বাংলাদেশী ব্যবসায়ীদের সঙ্গে বিদেশী ব্যবসায়ীদের মধ্যে সুসম্পর্ক গড়তে রেডিও রুপসী বাংলা ইউএসএ আয়োজন করছে মেরিনা বে স্যান্ডস। গ্লোবাল বিজনেস সামিট উপলক্ষে আগামীকাল শনিবার সন্ধ্যায় রাজধানীর ওয়েস্টইন হোটেলে বাংলাদেশের বিশিষ্ট ব্যবসায়ীদের উপস্থিতিতে বিজনেস মিট এ্যান্ড গ্রিটের আয়োজন করা হয়েছে। ‘বিজনেস মিট এ্যান্ড গিটে’ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন পরিকল্পনামন্ত্রী এম. এ মান্নান। বৃহস্পতিবার রাজধানীর জাতীয় প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে গ্লোবাল বিজনেস সামিটের ভাইস প্রেসিডেন্ট শহীদুল্লাহ ওসমানী বলেছেন, আমাদের দেশ আজ অনেক এগিয়েছে, ভবিষ্যতে দেশের ব্যবসা-বাণিজ্য আরও এগিয়ে নিতে বিদেশীদের সঙ্গে আমাদের দেশের ব্যবসায়ীদের নিবিড় সম্পর্ক থাকা খুবই জরুরী। মূলত বিদেশীদের সঙ্গে এই দেশের ব্যবসায়ীদের সেতু বন্ধন তৈরি করতে গ্লোবাল বিজনেস সামিট আয়োজন করছে। এই সামিটের ফলে আমাদের দেশের ব্যবসা সম্পর্কে যেমন বিদেশীরা জানতে পারবে, তেমনি আমরাও বিশ্বের ব্যবসার সঙ্গে পরিচিত হতে পারব। এ দেশে প্রচুর বিদেশী বিনিয়োগ ঘটাতে গ্লোবাল বিজনেস সামিটের কোন বিকল্প নেই বলে জানিয়েছেন ওসমানী। এ দেশের অনেক ব্যবসায়ী আছে যারা বিদেশে বিনিয়োগ করতে চায়, কিন্তু সঠিক পরিকল্পনার অভাবে তারা বিনিয়োগ করতে পারে না। এই সঠিক পরিকল্পনা দেয়ার কাজটি করবে বিজনেস সামিট। আমাদের দেশে যেমন বিদেশী বিনিয়োগ প্রয়োজন, তেমনি আমাদের অর্থনীতিকে আরও শক্তিশালী করতে দেশীয় ব্যবসায়ীদের বিদেশেও বিনিয়োগ খুবই প্রয়োজন বলে জানিয়েছেন সংবাদ সম্মেলনে বক্তরা। এই দেশকে মধ্যম আয়ের দেশে উন্নত করতে রেডিও রুপসী বাংলা কাজ করে যাবে। আমেরিকাতে রেডিও রুপসী বাংলা ৩ বছর যাবত ১৫ লাখ শ্রোতাকে বাংলা অনুষ্ঠান উপহার দিয়ে আসছে। তারাই আমেরিকায় বাংলাতে রেডিও অনুষ্ঠান সর্ব প্রথম শুরু করে। রেডিও রুপসী বাংলার ব্যানারে সাংবাদিক সম্মেলনে সিঙ্গাপুর প্রতিনিধি রাহি ইয়াহিয়া, নুরে ইয়াহিয়া এবং মেহেদী মাসুস বক্তব্য প্রদান করেন।
×