ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

বরিশাল বিমানবন্দরে নিরাপত্তা জোরদার ॥ ভ্রমণে লাগবে ছবিযুক্ত পরিচয়পত্র

প্রকাশিত: ০৯:১১, ১ মার্চ ২০১৯

বরিশাল বিমানবন্দরে নিরাপত্তা জোরদার ॥ ভ্রমণে লাগবে ছবিযুক্ত পরিচয়পত্র

স্টাফ রিপোর্টার, বরিশাল ॥ আকাশপথে দেশের অভ্যন্তরীণ রুটে ভ্রমণ করতে চাইলে যে কোন যাত্রীকে ছবিযুক্ত পরিচয়পত্র দিতে হবে। ফলে এখন থেকে বোর্ডিং পাস সংগ্রহের আগেই বাধ্যতামূলকভাবে যাত্রীদের বৈধ জাতীয় পরিচয়পত্র কিংবা স্মার্টকার্ড, পাসপোর্ট, ড্রাইভিং লাইসেন্স বা কর্মস্থলের পরিচয়পত্র দেখাতে হবে। ফটো আইডি ছাড়া বোর্ডিং কার্ড প্রদান না করতে এয়ারলাইন্সগুলোকে চিঠির মাধ্যমে জানিয়ে দেয়া হয়েছে। এই চিঠির একটি আদেশের কপি বরিশাল বিমানবন্দরেও এসেছে। ফলে বরিশাল বিমানবন্দর থেকেও অভ্যন্তরীণ ভ্রমণের ক্ষেত্রে লাগছে ছবিযুক্ত পরিচয়পত্র। বুধবার সকালে বরিশাল বিমানবন্দরের ব্যবস্থাপক রথীন্দ্রনাথ চৌধুরী এ তথ্যের সত্যতা নিশ্চিত করে জানান, ২৬ ফেব্রুয়ারি বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের মহাব্যবস্থাপক (জনসংযোগ) শাকিল মেরাজ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ নির্দেশ দেয়া হয়েছে। ওই সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, বাংলাদেশ সিভিল এভিয়েশন অথরিটির নির্দেশনা মতে, বিমানসহ সব এয়ারলাইন্সের অভ্যন্তরীণ ফ্লাইটে ভ্রমণের ক্ষেত্রে সংশ্লিষ্ট যাত্রীদের বিমানবন্দরে বোর্ডিং কার্ড নেয়ার সময় টিকেটের সঙ্গে আবশ্যিকভাবে ফটো আইডি দেখাতে হবে। ফটো আইডি হিসেবে যাত্রীর বৈধ পাসপোর্ট/ন্যাশনাল আইডি বা স্মার্ট কার্ড/ড্রাইভিং লাইসেন্স/স্টুডেন্ট আইডি অথবা সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের অফিস আইডি প্রহণযোগ্য হবে। বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের নির্দেশনা মঙ্গলবার থেকে কার্যকর করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। সংশ্লিষ্ট একাধিক সূত্রে জানা গেছে, বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ময়ূরপঙ্খী উড়োজাহাজ ছিনতাইয়ের চেষ্টার ঘটনার পর পরই ঢাকা-চট্টগ্রাম ও বরিশালসহ দেশের সব বিমানবন্দরের নিরাপত্তা জোরদার করা হয়েছে। নেয়া হয়েছে নিñিদ্র নিরাপত্তা ব্যবস্থা। যাত্রীদের কয়েক ধাপে তল্লাশি করা হচ্ছে। যাত্রী ছাড়া কাউকে প্রবেশ করতে দেয়া হচ্ছে না। বিমানবন্দরের নিরাপত্তায় মোতায়েন করা হয়েছে অতিরিক্ত পুলিশ ও এপিবিএন সদস্য। বরিশাল বিমানবন্দরের ব্যবস্থাপক রথীন্দ্রনাথ চৌধুরী বলেন, বিমানবন্দরের নিরাপত্তায় একটি করে স্ক্যানিং মেশিন, আর্চওয়ে ও হ্যান্ড মেটাল ডিটেক্টর রয়েছে। উড়োজাহাজ ছিনতাই চেষ্টার পর বরিশাল নগর পুলিশের উর্ধতন কর্মকর্তাদের নিয়ে বিমানবন্দরের নিরাপত্তা বিষয়ক বৈঠক শেষে বরিশাল বিমানবন্দরের নিরাপত্তা জোরদার করা হয়েছে।
×