ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

আরব আমিরাতে ৩ হাজার মানুষের ঋণ মওকুফ হচ্ছে

প্রকাশিত: ০৯:১১, ১ মার্চ ২০১৯

আরব আমিরাতে ৩ হাজার মানুষের ঋণ মওকুফ হচ্ছে

অর্থনৈতিক রিপোর্টার ॥ দেশের প্রায় সাড়ে ৩ হাজার মানুষের ১০ কোটি ডলার ঋণ মওকুফের সিদ্ধান্ত নিয়েছে সংযুক্ত আরব আমিরাত সরকার। সম্প্রতি আরব আমিরাত সরকার ঘোষণা দেয়, দেশের মানুষের স্বার্থে ৩৬ কোটি দিরহাম মওকুফের পরিকল্পনা করা হচ্ছে। দেশটির ঋণ নিষ্পত্তি তহবিল থেকে জানানো হয়েছে, দেশের মানুষের জীবনমান উন্নয়নে এ উদ্যোগ নিতে চাচ্ছে দেশটির সরকার। এ পদক্ষেপ দেশের নাগরিকদের ঋণের বোঝা কমাবে। সংযুক্ত আরব আমিরাতের ব্যাংক ফেডারেশন, কেন্দ্রীয় ব্যাংক এবং স্থানীয় ১৩টি ঋণ দাতা প্রতিষ্ঠানের সঙ্গে সমন্বয় করে এ প্রকল্প বাস্তবায়ন হবে। এর আওতায় ঋণ মওকুফ করে দেবে পাওনাদার ব্যাংকগুলো।
×