ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

ওয়ান ডে ক্রিকেটে ৫০০তম ছক্কা মেরে ১০ হাজার রান পূর্ণ করেন গেইল

প্রকাশিত: ২৩:৫১, ২৮ ফেব্রুয়ারি ২০১৯

ওয়ান ডে ক্রিকেটে ৫০০তম ছক্কা মেরে ১০ হাজার রান পূর্ণ করেন গেইল

অনলাইন ডেস্ক ॥ এ যেন ছক্কা মারার প্রতিযোগিতা চলছিল। পুরো ইনিংসে ইংল্যান্ডের ব্যাটসম্যানেরা মারলেন ২৪টি ছয়। যার মধ্যে বাটলার নিজেই মেরেছেন তার অর্ধেক অর্থাৎ ১২টি ছয়। পরে ব্যাট করতে নেমে ক্যারিবিয়ানদের তরফে যার জবাব মিলল ক্রিস গেইলের ব্যাটে। ওয়ান ডে ক্রিকেটে ৫০০তম ছক্কা মেরে ১০ হাজার রান পূর্ণ করলেন তিনি। শেষ খবর, পাওয়া পর্যন্ত তিনিও মারলেন ১৪টি ছক্কা। পাশাপাশি, এ বারের বিশ্বকাপে ইংল্যান্ড কেন ফেভারিট, তা দিন প্রমাণ করে দিলেন অইন মর্গ্যানরা। বুধবার ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে চতুর্থ ওয়ান ডে ম্যাচে রানের পাহাড় গড়ল ইংল্যান্ড। ৫০ ওভারে তাদের স্কোর ৪১৮-৬। অধিনায়ক মর্গ্যান উপহার দিলেন ১০৩ রানের ঝলমলে ইনিংস। বিধ্বংসী জস বাটলারও। তাঁর ব্যাট থেকে এল ৭৭ বলে ১৫০ রানের ইনিংস। মর্গ্যান-বাটলার জুটিতেই ওঠে ২০৪ রান। টসে জিতে ফিল্ডিং নিয়েছিল ওয়েস্ট ইন্ডিজ। ইংল্যান্ডের দুই ওপেনার জনি বেয়ারস্টো এবং আলেক্স হেল্স ১৩.৫ ওভারে ১০০ রান করেন। তখনই মিলেছিল ব্যাটিং-ঝড়ের ইঙ্গিত। তাদের তৈরি মঞ্চে দাঁড়িয়েই ক্যারিবিয়ান বোলিংকে দুরমুশ করেন মর্গ্যান এবং বাটলার। ৮৮ বলে সেঞ্চুরি করেন ইংল্যান্ড অধিনায়ক। তাঁর ইনিংসে ছিল আটটি চার এবং ছ’টি ছয়। বাটলারের ১৫০ রানের ইনিংসে ছিল ১৩টি চার এবং ১২টি ছয়। জবাবে পাল্টা লড়াই করতে নেমে ক্রিস গেইল করেন ১৬২ রান। যদিও ওয়েস্ট ইন্ডিজ হেরেছে ২৯ রানে।তারা থেমেছে ২৮৯ রানে। গেইল মেরেছেন ১৪ টি ছয় এবং এগারোটি চার। সূত্র : আনন্দবাজার পত্রিকা
×