ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

স্মৃতিতে শ্রীদেবী

প্রকাশিত: ১২:০৪, ২৮ ফেব্রুয়ারি ২০১৯

স্মৃতিতে শ্রীদেবী

বলিউডের কিংবদন্তি অভিনেত্রী শ্রীদেবী। তাঁর মৃত্যুটা ভক্তকুলের কাছে ছিল না কোন স্বাভাবিক মৃত্যু। তাঁর মৃত্যুর সংবাদটি ছিল আচমকা এক বার্তা! গত বছর ফেব্রুয়ারি মাসের ২৪ তারিখে দুবাইয়ের বিলাসবহুল হোটেল জুমারাহ এমিরেটস টাওয়ারের একটি অ্যাপার্টমেন্টের বাথটবে দুর্ঘটনাবশত জলে ডুবে তাঁর মৃত্যু হয় বলে ফরেনসিক রিপোর্টে উল্লেখ করা হয়। জানা যায় তাঁর ননদের বিয়েতে তিনি দুবাই যান। বিয়েতে বেশ প্রফুল্ল দেখা গিয়েছে তাকে। আনন্দঘন মুহূর্তের ছবি তিনি ইনস্টাগ্রামে পোস্টও করেন। গত ২৪ ফেব্রুয়ারি ছিল তাঁর প্রথম মৃত্যুবার্ষিকী। শ্রীদেবীর প্রথম মৃত্যুবার্ষিকীতে প্রার্থনায় হাজির হয় কাপুর পরিবার। প্রার্থনা করেন শ্রীদেবীর ভক্তরাও। মৃত্যুবার্ষিকী উপলক্ষে এক ভিন্নধর্মী আয়োজন করে কাপুর পরিবার। শ্রীদেবীর একটি শাড়ি ভারতীয় দাতব্য প্রতিষ্ঠা কনসার্ন ইন্ডিয়া ফাউন্ডেশনে দান করেন শ্রীদেবীর স্বামী বনি কাপুর। বলিউডের এ সুপারস্টার তারকা ১৯৬৩ সালের ১৩ আগস্ট মা রাজেশ^রী ইয়াংগার এবং বাবা আয়াপ্পা ইয়াংগার ঘর আলোকিত করে ভারতের তামিলনাড়–তে জন্মগ্রহণ করেন তিনি। মিডিয়াতে সূচনা হয় শিশু শিল্পী হয়ে সেটা ১৯৬৯ সালে। তাঁর প্রথম ছবি মুক্তি পায় ১৯৭৯ সালে। ছবিটির নাম ষোলো সাওয়ান। ছবিটি মুক্তির পরই ভক্তদের চোখে শ্রীদেবী হয়ে উঠেন জনপ্রিয় তারকা হিসাবে। ১৯৯৬ সালে বিশিষ্ট চলচ্চিত্র নির্মাতা বনি কাপুরকে বিয়ে করেন তিনি। তাঁদের দুই সন্তান জাহৃবী কাপুর এবং খুশি কাপুর। তার জীবদ্দশায় তিনি অসংখ্য জনপ্রিয় ছবিতে অভিনয় করেছেন। তার জনপ্রিয় ছবির মধ্যে অন্যতম নাগিনা ও চাঁদনি। আনন্দকণ্ঠ ডেস্ক
×