ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

রুহুল আমিন ভূঁইয়া

প্রচারবিমুখ ঢাকাই সিনেমা

প্রকাশিত: ১২:০১, ২৮ ফেব্রুয়ারি ২০১৯

প্রচারবিমুখ ঢাকাই সিনেমা

ঢাকাই চলচ্চিত্র এখন সঙ্কটকাল । ফিল্মপাড়ায় চলছে এক ধরনের অস্থিরতা। এদেশের চলচ্চিত্রের কারিগরি সঙ্কটের পরপরই যে বড় সঙ্কট রয়েছে তা হলো ছবির প্রচারণা। অধিকাংশ ছবি প্রচারের অভাবে কোন শুক্রবার কি ছবি মুক্তি পাবে অনেকেই সেটিই জানেন না। ছবির প্রচারণার জন্য থাকে না বাজেট। অথচ বলিউডের যে কোন চলচ্চিত্রের শতকরা ৩৫ ভাগ বাজেট থাকে এর ক্যাম্পেইনে। কিন্তু দুঃখের বিষয় হলো আমাদের দেশে এসব কিছুর বালাই নেই। ঢাকাই চলচ্চিত্র ২০১৯ সাল শুরু হয় হতাশা দিয়ে। কেননা বছরের শুরুতে জানুয়ারি মাসে প্রেক্ষাগৃহে ছিল না নতুন কোন ছবি। পুরনো ছবিই ছিল হল মালিকদের ভরসা। তবে একটি বিষয় যোগ করতে চাই যে, আমদানি করা একটি ছবি মুক্তি পেয়েছিল। যা দর্শক হলে আনতে ব্যর্থ হয়েছে। এবং প্রচারণা ছাড়াই মানহীন দেশীও একটি ছবি মুক্তি পায়। তবে কয়টি হল পেয়েছিল সেই সংখ্যাও ছিল অজানা। ছবিটির মানের জায়গায় রয়েছে নানা প্রশ্ন। যা চলচ্চিত্র শিল্পের জন্য অশনিসঙ্কেত। একটি মাস নতুন ছবির সঙ্কট কাটিয়ে গত ৮ ফ্রেব্রুয়ারি প্রেক্ষাগৃহে নতুন দুইটি ছবি মুক্তি পায়। বাপ্পি চৌধুরী, বিদ্যা সিনহা মিম ও আঁচল আঁখি অভিনীত সিনেমা ‘দাগ হৃদয়ে’ ও কায়েস আরজু ও পরীমনি অভিনীত ‘আমার প্রেম আমার প্রিয়া’ ছবিটি। তবে ছবি দুটির প্রচারণায় ছিলেন না বিদ্যা সিনহা মিম ও পরীমনি। কথায় আছে -প্রচারই প্রসার। অর্থাৎ যে কোন কিছুকে সকলের কাছে পরিচিত করা কিংবা পৌঁছে দেয়ার একমাত্র উপায় হলো প্রচার করা। যেখানে একটি সিনেমা দর্শকের কাছে পৌঁছানোর জন্য প্রাচরণা একটি গুরুত্বপূর্ণ বিষয়। সেখানে তারা প্রচারণায়ই ছিলেন না। তাই সেই পুরনো প্রশ্ন আবার নতুন করে উঠছে সিনেমাপাড়ায়-সিনেমা মুক্তির আগে এর প্রচারণায় কেন শিল্পীদের অনীহা? ছবির প্রচারে না থাকার ব্যাপারে মিম বলেন, হঠাৎ করে ছবিটির মুক্তির তারিখ ঠিক হয়েছে। আমার অন্য কাজের সিডিউল দেয়া। যার কারণে প্রচারণায় সময় দিতে পারিনি। ‘আমার প্রেম আমার প্রিয়া’ ছবির নায়িকা পরীমনির সঙ্গে এ ব্যাপারে জানার জন্য চেষ্টা করা হলে তিনি ফোন রিসিভ করেননি এবং ম্যাসেজ দিলেও তার জবাব পাওয়া যায়নি। তবে একদিন এফডিসিতে আড্ডায় বসে সিনেমা সংক্রান্ত আলাপ প্রসঙ্গে জানা যায়, এ ছবির প্রচারণা পরীমনি করতে চাচ্ছিলেন না যার কারণে তার ব্যবহারিত মুঠোফোনটিও বন্ধ রেখে ছিলেন। ছবিটির পরিচালক শামিমুল ইসলাম শামীমের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, আমাদের পক্ষ থেকে তাকে প্রচারণার জন্য আমন্ত্রণ জানানো হয়েছে। সে না আসলে জোর করে নিয়ে আসা সম্ভব নয়। নিজের ছবির প্রচারণায় স্ব-ইচ্ছায় আসতে হয়। তবে পরিচালক শামীম নিরাস কণ্ঠে বলেন তাকে (পরীমনি) ১০ দিন ফোন দিলে একদিন রেসপন্স করে। সময় মতো ফোন রিসিভ করে না। ম্যাসেজের জবাব দেয় না। শুধু পরীমনি নয় মাহি কিংবা অনন্য শিল্পীরাও ছবি মুক্তির সময় প্রচারণায় অংশ নিচ্ছে না। আমার সিনেমায় ইমরানসহ যারা গান করেছেন তারা কেউই প্রচারণায় সহযোগিতা করেননি। আমাদের দেশে এই সিস্টেমই নেই। যে সবাই মিলে প্রচার করবে, ছবিটি সবাইকে দেখার জন্য জানিয়ে দেবে। প্রচারণার জন্য বাজেট দরকার হয় না। সামাজিক যোগাযোগ মাধ্যম কিংবা বিভিন্ন টেলিভিশন পত্রিকায় কথা বলবে এগুলো প্রচারণা তো...এসব তো...করতে বাজেট লাগে না। শফিক হাসান, রেজাউল রিজু, সাইফ চন্দনসহ আমরা ৩০-৩৫ জন তরুণ পরিচালক মিলে সিদ্ধান্ত নিয়েছি হয় তাদের আমাদের সিনেমায় নেব না অথবা ছবির চুক্তির সময় সবকিছু লিখিত থাকবে যে ছবি সাইনিং, ডাবিং ও প্রচারণা এ রকম তিন ভাগে শিল্পীর পারিশ্রমিক দেয়া হবে। অভিমান সুরে শামীম আরও বলেন, প্রয়োজনে নতুন ছেলে মেয়েদের কাজে নেব। তাদের কে তৈরি করব প্রশিক্ষণ দিয়ে। তবুও সিনেমার প্রচারণা হোক। গত ১৫ ফেব্রুয়ারি প্রেক্ষাগৃহে মুক্তি পায় তৌকীর আহমেদ পরিচালিত নুসরাত ইমরোজ তিশা ও সিয়াম আহমেদ অভিনীত ‘ফাগুন হাওয়ায়’ ও হাবিবুল ইসলাম হাবিব পরিচালিত আনিসুর রহমান মিলন ও মৌসুমী অভিনীত ‘রাত্রির যাত্রী’ সিনেমা। খোঁজ নিয়ে জানা গেছে ‘ফাগুন হাওয়ায়’ সেভাবে দর্শক হলে আনতে পারেননি যেমনটা প্রত্যাশা ছিল সবার। শুরু“থেকেই হাবিবের ‘রাত্রির যাত্রী’ প্রচারণায় কখনই মৌসুমীকে দেখা যায়নি। এ ছবির নায়ক মিলন শুধু ফেসবুক ও দুই চারটি টিভি চ্যানেল ও পত্রিকায়ই প্রচারণায়ই সীমাবদ্ধ ছিলেন। প্রচারণায় না থাকার বিষয়ে জানার জন্য মৌসুমীর সঙ্গে একাধিকবার যোগাযোগ করার চেষ্টা করলে তার সঙ্গে যোগাযোগ করা যায়নি। এমনকি মৌসুমীকে প্রচারণার জন্য পাননি ছবিটির পরিচালক হাবিবও। পরিচালক হাবিবের কাছে প্রশ্ন রাখতেই নিরাশ সুরে জানান, ছবিটির মুক্তির সময় তিনি নিজেই মৌসুমীর সঙ্গে যোগাযোগ করতে পারছিলেন না। তিনি আরও বলেন, হয়ত ব্যস্ততার কারণে সময় দিতে পারেননি। তবুও ছবিটি ভালই চলছে। হল মালিকরা জানাচ্ছে অন্যান্য ছবির তুলনায় এটি ভালই সেল হচ্ছে। তবে সরেজমিন কিছুটা ভিন্ন দেখা যায়। পরের সপ্তাহে ২২ ফ্রেব্রুয়ারি মুক্তি পায় বদিউল আলম খোকন পরিচালিত ‘অন্ধকার জগত’ ও রাজিবুল হোসেন পরিচালিত ‘হদয়ের রংধনু’। ‘হদয়ের রংধনু’ ছবিটি প্রচারণা ছাড়াই শুধুমাত্র মুক্তি পেয়েছে স্টার সিনেপ্লেক্সে। ছবি মুক্তি উপলক্ষে গত ১৬ ফ্রেব্রুয়ারি এফডিসির ৮ নম্বর ফ্লোরে ‘অন্ধকার জগত’ সিনেমার প্রদর্শনীর আয়োজন করা হয়েছিল। প্রদর্শনী অনুষ্ঠানে চমক হিসেবে ছিলেন সুপারস্টার শাকিব খান। তবে প্রদর্শনী অনুষ্ঠানে ছিলেন না ছবির নায়িকা মাহিয়া মাহি। যার কারণে কিছুটা সমালোচনা হয় তাকে নিয়ে। মাহিয়া মাহির কাছে জানতে চাই, ছবির প্রদর্শনীতে না থাকার কারণ? এ প্রসঙ্গে মাহি বলেন, আমার বাসা উত্তরা। গত ১৬ তারিখ ছবিটির প্রদর্শনী ছিল। আর ওইদিন ইজতেমার আখেরি মোনাজাতও ছিল। এদিন সন্ধ্যার আগ পর্যন্ত উত্তরাবাসী কোথায়ও বের হতে পারেননি। অনেকেই এ ব্যাপারটি জানে না। যার কারণে সমালোচনা করেছেন। তবে এছাড়াও ছবিটির প্রচারণায় ছিলেন না মাহি। ছবির প্রচারে না থাকার ব্যাপারে মাহি বলেন, পরিচালক-প্রযোজক শিল্পী নিয়ে তেমন কোন প্রচারণা করেননি। প্রচারণার আয়োজন না করলে কিভাবে প্রচারণায় অংশ নেব? তাছাড়া প্রযোজক-পরিচালক শিল্পীদের নিয়ে বসে প্রচারণার জন্য একটি সিডিউল করতে হবে, শিল্পীকে জানাতে হবে। প্রাচরণার সিডিউল না করে প্রদর্শনীর তারিখ বিশ্ব ইজতেমার আখেরি মোনাজাতের দিন ঠিক করলে সেখানে কি অংশ গ্রহণ করা সম্ভব? এ জিনিসগুলো সমস্যা হয়। তা ছাড়া প্রাচরণার জন্য যোগাযোগ করতে হবে। একসঙ্গে বসে ঠিক করতে হবে। কবে কোথায় প্রোগ্রাম, কোথায় লাগবে। কিভাবে প্রচারণা করতে চায়। সবকিছু বসে সিডিউল অনুযায়ী করতে হবে। সে ক্ষেত্রে কোন কিছুই যদি আমি এ ছবির শিল্পী হিসেবে না জানি বা আমাকে না ডাকা হয়। তাহলে কিভাবে প্রচারণায় অংশ নেব? আমাকে জানাতে হবে এবং আমার একটা সিডিউলও নিতে হবে তাদের। হুট করে রাতে ফোন দিয়ে যদি জানায় সকালে চ্যানেলে প্রোগ্রাম আছে। অথচ এমন হয় যদি আমি ঢাকার বাহিরে তাহলে কি হয় সেটা? এর আগেও যখন ‘অন্ধকার জগত’ ছবির ট্রিজার লঞ্চনিং প্রোগ্রাম ছিল তখন আমি পিরোজপুর ছিলাম। সে সময়ও আমাকে আগের দিন রাতে জানানো হয় কাল ট্রিজার লঞ্চনিং। তখন পিরোজপুর থেকে আমি কিভাবে অংশগ্রহণ করব। সিনেমা হিট করাতে দর্শকের কাছে পৌঁছতে প্রচারণা লাগবেই। এর বিকল্প কিছু নেই। প্রচারণার জন্য সুন্দর পরিকল্পনা দরকার। যা এ ছবিতে ছিল না।
×