ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

টুকরো খবর

প্রকাশিত: ১১:৫০, ২৮ ফেব্রুয়ারি ২০১৯

টুকরো খবর

বিদ্যুতস্পৃষ্ট হয়ে ননদ-ভাবির মৃত্যু নিজস্ব সংবাদদাতা, বাঁশখালী, ২৭ ফেব্রুয়ারি ॥ বাঁশখালী উপজেলার চাম্বল ইউনিয়নের দক্ষিণ চাম্বল ৫নং ওয়ার্ডের উকিল আহমদের বাড়িতে বিদ্যুতস্পৃষ্ট হয়ে ননদ-ভাবির মৃত্যু হয়েছে। বুধবার দুপুর ১টার দিকে সংঘটিত এ ঘটনায় ওই এলাকার মৃত জাকের আহমদের স্ত্রী রেজিয়া বেগম (৪০) ও তার ননদ মৃত নেছার আহমদের কন্যা ফাতেমা বেগম (২৮) এর মৃত্যু ঘটে। জানা গেছে, চাম্বল ইউপির দক্ষিণ চাম্বল গ্রামের উকিল আহমদের বাড়ির পার্শ্ববর্তী বিদ্যুত লাইনের ছেঁড়া তার জাকের আহমদের বাড়ির টিনের চালে সংযোগ হয়ে যায়। রেজিয়া বেগম অনবধানবশত টিনের চালে কাপড় শুকাতে গেলে প্রথমে তাকে বিদ্যুত স্পর্শ করে। পরবর্তীতে ভাবির দেহ মাটিতে পড়ে থাকতে দেখে ননদ ফাতেমা বেগম তার দেহ ছুঁতে গেলে সেও বিদ্যুতস্পৃষ্ট হয়। সাতক্ষীরায় যৌন হয়রানির প্রতিবাদ স্টাফ রিপোর্টার, সাতক্ষীরা ॥ সাতক্ষীরায় চতুর্থ শ্রেণীর স্কুলছাত্রীকে যৌন নিপীড়নকারী লম্পট রানা শেখের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি ও শিশুদের নিরাপত্তার দাবিতে মানববন্ধন কর্মসূচী পালিত হয়েছে। বুধবার সকালে সাতক্ষীরা প্রেসক্লাবের সামনে দ্যা পোলস্টার পৌর হাইস্কুলের শিক্ষক ও ছাত্রছাত্রীরা এ মানববন্ধন কর্মসূচী পালন করে। মানববন্ধনে বক্তব্য রাখেন, দ্যা পোলস্টার পৌর হাইস্কুলের প্রধান শিক্ষক অনামীকৃষ্ণ ম-ল, স্কুলটির প্রাথমিক শাখার প্রধান শিক্ষক রবিউল ইসলাম, শিক্ষক মিতুন নাহার, রেহেনা পারভীন, ইতা রাহা, দীপক কুমার মৃধা, আমজাদ হোসেন, কবিতা সাহা, মিনতী রানী, ছাত্র সুজিত, ছাত্রী বিথীকা প্রমুখ। বক্তারা বলেন, গত ১৮ ফেব্রুয়ারি ওই স্কুল ছাত্রী শহরের সুলতানপুর খাল ধারে খেলা করার সময় ইটাগাছা কামারপাড়া এলাকার আজাদ শেখের লম্পট পুত্র রানা শেখ মেয়েটিকে ফুসলিয়ে তাদের বাড়িতে নিয়ে যায়। চট্টগ্রামে অস্ত্রসহ গ্রেফতার ২ স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম অফিস ॥ নগরীর কর্ণফুলী থানার মইজ্যারটেক এলাকায় অভিযান চালিয়ে আগ্নেয়াস্ত্রসহ ২ সন্ত্রাসীকে গ্রেফতার করেছে র‌্যাব। মঙ্গলবার রাতে এ অভিযান পরিচালিত হয়। জানা গেছে, গ্রেফতার দুজনের নাম মোরশেদুল আলম ও আবদুল আজিজ। মোরশেদের বাড়ি সাতকানিয়া উপজেলার দক্ষিণ ছদাহা পূর্ব বিল্লাপাড়া এলাকায়। আজিজের বাড়ি কর্ণফুলী উপজেলার দক্ষিণ শিকলবাহা এলাকায়। এরা সন্ত্রাসী কার্যকলাপের জন্য মইজ্যারটেক এলাকার কর্ণফুলী সিএনজি ফিলিং স্টেশনের পাশে অবস্থান করছিল। খবর পেয়ে র‌্যাবের একটি দল অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে। আটক সন্ত্রাসীদের কাছ থেকে একটি ওয়ানশূটারগান উদ্ধার করা হয়। গাজীপুরে বিপুল মাদক উদ্ধার স্টাফ রিপোর্টার, গাজীপুর ॥ গাজীপুরে আলু বোঝাই ট্রাক হতে এক হাজার বোতল ফেনসিডিল বুধবার উদ্ধার করেছে র‌্যাব-১ এর সদস্যরা। এ সময় দুই মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতরা হলো- দিনাজপুরের নবাবগঞ্জ থানার নামা কাঁঠাল হরিনাথপুর এলাকার মিজানুর রহমান (৩২) ও বগুড়া জেলার শিবগঞ্জ থানার ছোট নারায়ণপুর এলাকার রুবেল শেখ (২০)। র‌্যাব-১’র অধিনায়ক লে. কর্নেল মোঃ সারওয়ার-বিন-কাশেম জানান, দিনাজপুর হতে বিপুল সংখ্যক ফেনসিডিল মঙ্গলবার রাতে নারায়ণগঞ্জগামী একটি ট্রাকে করে নেয়া হচ্ছে। এ গোপন সংবাদ পেয়ে র‌্যাব-১’র কোম্পানি কমান্ডার মেজর আবদুল্লাহ আল মেহেদীর নেতৃত্বে র‌্যাব সদস্যরা মধ্যরাতে গাজীপুর সিটি কর্পোরেশনের বাসন থানাধীন নাওজোড় বাইপাস মোড় এলাকার জালাল অটোমোবাইলস্ ওয়ার্কস এ্যান্ড সার্ভিসিং সেন্টারের সামনে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের ওপর বিশেষ চেকপোস্ট স্থাপন করে গাড়িতে তল্লাশি করতে থাকে। এ সময় দিনাজপুর হতে নারায়ণগঞ্জগামী আলু বোঝাই একটি ট্রাকের গতিবিধি সন্দেহজনক হলে র‌্যাব সদস্যরা ট্রাকটিকে থামানোর সংকেত দেয়। র‌্যাবের উপস্থিতি দেখতে পেয়ে ট্রাকটিকে মহাসড়কের পাশে থামিয়ে কয়েক ব্যক্তি ট্রাক থেকে নেমে দৌড়ে পালানোর চেষ্টা করে। র‌্যাব সদস্যরা তাদের ধাওয়া করে মিজানুর রহমান ও রুবেল শেখকে আটক করে। এ সময় ট্রাকে তল্লাশি এক হাজার বোতল ফেনসিডিলসহ ৩টি মোবাইল ফোন, নগদ ১৮০০ টাকা এবং ফেনসিডিল বহনের কাজে ব্যবহৃত ট্রাক জব্দ করা হয়। ফেনসিডিলগুলো ট্রাকের পেছনে থাকা আলুর বস্তার ভেতরে অভিনব কৌশলে ৪টি সাদা প্লাস্টিকের বস্তায় রাখা ছিল। দাউদকান্দি নিজস্ব সংবাদদাতা দাউদকান্দি থেকে জানান, বুধবার সকালে দাউদকান্দি হাইওয়ে থানা পুলিশ ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মোহন সিএনজি পাম্পের সামনের থেকে ঢাকাগামী যাত্রীবাহী বাসে তল্লাশি করে ৪৫০০ ইয়াবা ট্যাবলেটসহ একজনকে গ্রেফতার করে। হাইওয়ে পুলিশ জানায়, দাউদকান্দি হাইওয়ে থানার অফিসার ইনচার্জ মোঃ আবুল কালাম আজাদের নেতৃত্বে গোপন সংবাদের ভিত্তিতে এসআই মনির আহমেদ সঙ্গীয় ফোর্স নিয়ে ঢাকা চট্টগ্রাম মহসড়কের বিশ্বরোডে মোহন পেট্রোল পাম্পের সামনে থেকে ঢাকাগামী সিল্কলাইন ট্রাভেলসের একটি বাসে তল্লাশি চালিয়ে কক্সবাজার জেলার টেকনাফ থানার নতুন কল্যাণপাড়া গ্রামের শফিকুল ইসলাম সবুজ (২৫)কে নীল পলিথিন দিয়ে মোড়ানো অবস্থায় ৪৫০০ ইয়াবাহ ট্যাবলেটসহ গ্রেফতার করে। মেঘনায় নিখোঁজ শিশুর লাশ উদ্ধার স্টাফ রিপোর্টার, মুন্সীগঞ্জ ॥ মুন্সীগঞ্জ সদরের কালিরচর গ্রাম সংলগ্ন মেঘনা নদী থেকে বুধবার বিকেলে নিখোঁজ তিন মাসের সন্তান মোহাম্মদের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এর আগে মঙ্গলবার বিকেলে মেঘনা নদী থেকে মা কহিনুর রহমান ইভার (৩০) মরদেহ উদ্ধার করা হয়। বুধবার বিকেলে চরআব্দুল্লাহ নৌ-ফাঁড়ি পুলিশ ভাসমান অবস্থায় তিন মাসের শিশু মোহাম্মদের মরদেহ উদ্ধার করে। চরআব্দুল্লাহ নৌ-ফাঁড়ির ইনচার্জ মোঃ বাচ্চু মিয়া জানান, সোমবার বিকেলে ঢাকার সদরঘাট থেকে ছেড়ে আসা এমভি ইমাম হাসান-২ নামে একটি চাঁদপুরের উদ্দেশে রওনা দেয়। লঞ্চটি চাঁদপুরের ষাটনল এলাকার মেঘনা নদীতে পৌঁছলে ৩ মাসের সন্তান মোহাম্মদ নদীতে পড়ে গেলে সন্তানকে বাঁচাতে মা ইভা নদীতে ঝাঁপ দেয়। এ ঘটনায় মা ও সন্তান দু’জনই মেঘনা নদীতে নিখোঁজ থাকে। পরে মঙ্গলবার ও বুধবার বিকেলে ভাসমান অবস্থায় মা কহিনুর রহমান ইভা ও শিশু সন্তানের মরদেহ ভাসমান অবস্থায় উদ্ধার করা হয়। ট্রেনে কাটা পড়ে ছাত্রী নিহত স্টাফ রিপোর্টার, গাজীপুর ॥ গাজীপুরে ট্রেনের নিচে কাটা পড়ে এক কলেজছাত্রী বুধবার দুপুরে নিহত হয়েছে। তার নাম জান্নাতুল ফেরদৌস লিমু (১৭)। সে গাজীপুর সদর উপজেলার ছোট কয়ের গ্রামের রুহুল আমিনের মেয়ে। জান্নাতুল স্থানীয় পুবাইল আদর্শ কলেজের মানবিক বিভাগের একাদশ শ্রেণীর ছাত্রী ছিল। নরসিংদী রেলওয়ে পুলিশের এসআই শাহ আলম জানান, বুধবার দুপুরে সুবর্ণ এক্সপ্রেস ট্রেন চট্রগ্রাম থেকে ঢাকা যাচ্ছিল। পথে ঢাকা-চট্রগ্রাম রেলরুটে গাজীপুরের পুবাইল কলেজ গেট এলাকায় ওই চলন্ত ট্রেনের নিচে ঝাপ দেয় জান্নাতুল ফেরদৌস। এতে কাটা পড়ে ঘটনাস্থলেই নিহত হয় সে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছার আগেই নিহতের স্বজনরা তার লাশ উদ্ধার করে।
×