ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

শেরপুরে দুদকের গণশুনানি

প্রকাশিত: ১১:৫০, ২৮ ফেব্রুয়ারি ২০১৯

শেরপুরে দুদকের গণশুনানি

নিজস্ব সংবাদদাতা, শেরপুর, ২৭ ফেব্রুয়ারি ॥ ‘আসুন, দুর্নীতির বিরুদ্ধে একতাবদ্ধ হই’ এ স্লোগান সামনে রেখে শেরপুরে দুর্নীতি দমন কমিশনের আয়োজনে সরকারী দফতরে সেবা ও সুবিধা প্রাপ্তির ক্ষেত্রে সমস্যা শ্রবণ ও নিষ্পত্তি, স্বচ্ছতা এবং জবাবদিহিতামূলক প্রশাসন গড়ে তোলার লক্ষ্যে গণশুনানি অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকাল ১০টা থেকে দুপুর ৩টা পর্যন্ত সদর উপজেলা পরিষদের অডিটরিয়ামে অনুষ্ঠিত ওই গণশুনানিতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন দুর্নীতি দমন কমিশনের মহাপরিচালক (প্রতিরোধ) সারোয়ার মাহমুদ। জেলা প্রশাসক আনার কলি মাহবুবের সভাপতিত্বে গণশুনানিতে বক্তব্য রাখেন দুদকের ঢাকা বিভাগীয় পরিচালক আখতার হোসেন, দুদকের প্রধান কার্যালয়ের পরিচালক মোঃ মনিরুজ্জামান, জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি এ্যাডভোকেট নারায়ণ চন্দ্র হোড় প্রমুখ।
×