ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়ে কর্মশালা

প্রকাশিত: ১১:৪৯, ২৮ ফেব্রুয়ারি ২০১৯

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়ে কর্মশালা

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়ে সোমবার ‘জেনোম এডিটিং ফর দ্য ডেভেলপমেন্ট অব ক্লাইমেট রেসিলিয়েন্ট নোভেল ব্লাস্ট রেসিস্ট্যান্স হুইট ভ্যারাইটি’ শীর্ষক দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়। বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ গিয়াসউদ্দীন মিয়া প্রধান অতিথি হিসেবে প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করেন। কর্মশালায় বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর তোফায়েল আহমেদ বিশেষ অতিথি ছিলেন। বিশ্ববিদ্যালয়ের বায়োটেকনোলজি বিভাগের প্রফেসর ড. মোঃ তোফাজ্জল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত প্রশিক্ষণ কর্মশালায় যুক্তরাজ্যের দ্যা সেইন্সবারি ল্যাবরেটরি (টিএসএল), নরউইচ রিসার্স পার্ক গ্রুপ লিডার প্রফেসর ড. সোফিয়েন ক্যামুন এবং টিএসএল নির্বাহী পরিচালক প্রফেসর ড. নকোলাস জোসি টালবোট আন্তর্জাতিক বিশেষজ্ঞ ও আমন্ত্রিত প্রশিক্ষণ হিসেবে কর্মশালায় উপস্থিত ছিলেন। কর্মশালায় দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও গবেষণা প্রতিষ্ঠান থেকে প্রায় ৫০ বিজ্ঞানী প্রশিক্ষণার্থী হিসেবে অংশগ্রহণ করেন। -বিজ্ঞপ্তি।
×