ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

আওয়ামী লীগ নেতা হত্যার দ্রুত বিচার দাবি

প্রকাশিত: ১১:৪৭, ২৮ ফেব্রুয়ারি ২০১৯

আওয়ামী লীগ নেতা হত্যার দ্রুত বিচার দাবি

সংবাদদাতা, নান্দাইল, ময়মনসিংহ, ২৭ ফেব্রুয়ারি ॥ উপজেলার মোয়াজ্জেমপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মুর্শেদ আলী হত্যার বিচার ও অভিযুক্তদের ফাঁসির দাবিতে মানববন্ধন, সড়ক অবরোধ ও বিক্ষোভ মিছিল পালন করে দলটির নেতা-কর্মী, সমর্থক ও এলাকাবাসী। বুধবার দুপুর ১২টার দিকে ময়মনসিংহ-কিশোরগঞ্জ মহাসড়কের কানুরামপুর বাজারে এই কর্মসূচী পালন করা হয়। প্রায় দুই ঘণ্টাব্যাপী এই কর্মসূচী পালনের সময় সড়কটি অবরোধ করে রাখা হয়। ফলে সড়কের দুদিকে যানবাহন আটকে থাকে। কর্মসূচী শেষে নিহতের স্ত্রী সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন। জানা গেছে, গত ১ ফেব্রুয়ারি রাতে বাড়ি ফেরার পথে দুর্বৃত্তরা কুপিয়ে হত্যা করে মোয়াজ্জেমপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মুর্শেদ আলীকে। কর্মসূচী শেষে নিহত আওয়ামী লীগ নেতার স্ত্রী সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন। এ সময় তিনি অভিযোগ করে বলেন, খুনের সঙ্গে জড়িত মামলার ৩২ আসামির মধ্যে ২৮ জনই দ্রুত সময়ের মধ্যেই জামিন পেয়েছেন। জামিনে আসার পর মামলা তুলে নেয়ার জন্য আসামিরা তাকে হুমকি দিচ্ছে। এতে তিনি ও তার পরিবারের সদস্যরা শঙ্কিত হয়ে পড়েছেন। তাছলিমা আসামিদের জামিন বাতিল করে তাদের গ্রেফতারের দাবি জানান এবং তার পরিবারের নিরাপত্তা ও কোন সদস্যের বিরুদ্ধে যাতে কোন মামলা করতে না পারে তার নিশ্চয়তা চান।
×