ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

জামায়াতের রাজনীতি এখন শেষ পর্যায়ে ॥ হানিফ

প্রকাশিত: ১১:৪৬, ২৮ ফেব্রুয়ারি ২০১৯

জামায়াতের রাজনীতি এখন শেষ পর্যায়ে ॥ হানিফ

নিজস্ব সংবাদদাতা, কলাপাড়া, ২৭ ফেব্রুয়ারি ॥ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব আলম হানিফ এমপি বলেছেন, গত দশ বছরে দেশে ব্যাপক উন্নয়ন করায় সাধারণ মানুষ আবারও আওয়ামী লীগকে ভোট দিয়ে ক্ষমতায় এনেছে। বাংলাদেশের মানুষ এখন সুখে শান্তিতে বসবাস করছেন। মানুষের মাথাপিছু আয় এখন ১৭শ’ ডলার। বিদ্যুতের কোন ঘাটতি নেই। ২০২১ সালে দেশে বিদ্যুতের উৎপাদন ৩৪ হাজার মেগাওয়াট ছাড়িয়ে যাবে। কুয়াকাটায় মঙ্গলবার রাতে পর্যটন হলিডে হোমস মিলনায়তনে এক সুধী ও সংবর্ধনা অনুষ্ঠানে মাহবুব আলম হানিফ আরও বলেন, বিএনপি-জামায়াত সরকার আমলে দেশে উন্নয়নের বদলে বাংলা ভাইয়ের সৃষ্টি করেছে। ৬৩ জেলায় একই সঙ্গে বোমাবাজি করেছে। চট্টগ্রামে দশ ট্রাক অস্ত্রের চালান আমদানি করেছে। আওয়ামী লীগকে রাজনীতি থেকে শেষ করতে ২১ আগস্ট গ্রেনেড হামলা চালানো হয়েছে। সবকিছুর মুলে ছিলেন তারেক জিয়া। তিনি আরও বলেন, জিয়াউর রহমান প্রকৃত মুক্তিযোদ্ধা ছিলেন না। তিনি ছিলেন পাকিস্তানের এজেন্ট। বিএনপি যুদ্ধাপরাধী জামায়াতকে নিয়ে রাজনীতি করেছে। জামায়াতের রাজনীতি এখন শেষ পর্যায়। তারা ধর্মের নাম বিক্রি করে মানুষের সঙ্গে প্রতারণা করছে। বিএনপির চেয়ারপার্সন খালেদা জিয়া এতিমদের টাকা আত্মসাত করে জেল খাটছেন। খালেদা জিয়ার পুত্র তারেক রহমান সাজাপ্রাপ্ত আসামি হিসেবে পলাতক রয়েছেন। কুয়াকাটা পৌর মেয়র আঃ বারেক মোল্লার সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন স্থানীয় সংসদ সদস্য অধ্যক্ষ মোঃ মহিব্বুর রহমান মহিব। এছাড়া বিশেষ অতিথি ছিলেন, কুষ্টিয়া জেলা আওয়ামী লীগ নেতা আমজাদ হোসেন রাজু, পটুয়াখালী জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি শাহাজালাল বাচ্চু মোল্লা, জালাল উদ্দিন ডিগ্রী কলেজের অধ্যক্ষ ফাতেমা আক্তার রেখা, ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের সহ-সভাপতি মুরসালিন আহম্মেদ, এমপি পুত্র মোহাইমেনুর রহমান শোভন প্রমুখ।
×