ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

টঙ্গীর এজতেমা ময়দানে ১৪৪ ধারা

প্রকাশিত: ১১:৪৬, ২৮ ফেব্রুয়ারি ২০১৯

টঙ্গীর এজতেমা ময়দানে ১৪৪ ধারা

নিজস্ব সংবাদদাতা, টঙ্গী, ২৭ ফেব্রুয়ারি ॥ ঢাকার কাকরাইল মসজিদে তবলীগ জামাতের বিবদমান দুই গ্রুপের মধ্যে উত্তেজনার প্রেক্ষিতে টঙ্গীর বিশ্ব এজতেমা ময়দান ও তদসংলগ্ন এলাকায় বুধবার ভোর ৫টা থেকে সভা-সমাবেশ নিষিদ্ধ করেছে গাজীপুর মহানগর পুলিশ। একই সঙ্গে মাঠের সংরক্ষণ প্রশাসনের নিয়ন্ত্রণে নেয়া হয়েছে। গত ডিসেম্বর মাসে তবলীগ জামাতের সা’দ গ্রুপ এবং যোবায়ের গ্রুপের মধ্যে টঙ্গীর এজতেমা মাঠে এক রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনায় ২ মুসল্লি নিহত ও ৫শ’ মুসল্লি গুরুতরভাবে আহত হলে জানুয়ারি মাসে অনুষ্ঠিতব্য বিশ্ব এজতেমা স্থগিত হয়ে যায়। পরবর্তীতে দু’গ্রুপ ফেব্রুয়ারি মাসে ১০ শর্তে একমত হয়ে এক প্যান্ডেলের নিচে আলাদাভাবে দুইদিন এবং তিনদিন করে এজতেমা করে। মূলত তাবলীগ জামাতের পুরো নিয়ন্ত্রণ নিজেদের পক্ষে নিতে দু’পক্ষই মারমুখী অবস্থায় অবস্থান করছেন। মসজিদ মাদ্রাসার আলেমওলামা ও কওমিপন্থী হেফাজতের অনুসারীরা যোবায়ের গ্রুপ নামে পরিচিত। দিল্লীর মাওলানা সা’দ অনুসারী মুসল্লিদের নেতৃত্বে রয়েছেন বাংলাদেশের ওয়াসেকুল ইসলাম। দুই গ্রুপের মারামারির ঘটনায় টঙ্গী পশ্চিম থানা এবং কোর্টে ৩টি মামলা বিদ্যমান রয়েছে। ১৯ ফেব্রুয়ারি টঙ্গীতে বিশ্ব এজতেমা শেষ হবার পর দু’পক্ষই এজতেমা ময়দান ছেড়ে চলে যায়। জিএমপির অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার আহসানুল হক স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়, টঙ্গী এজতেমা ময়দানে শান্তি শৃঙ্খলা ও জন নিরাপত্তা রক্ষার স্বার্থে অত্র মাঠ এবং মাঠের আশপাশ এলাকায় বুধবার ভোর ৫টা হতে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত গাজীপুর মেট্রোপলিটন পুলিশ আইনের ৩০ ও ৩১ ধারামূলে সকল প্রকার সভা-সমাবেশ নিষিদ্ধ এবং অত্র মাঠ প্রশাসনের নিকট সংরক্ষণ করা হলো।
×