ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

শুদ্ধসুরে জাতীয় সঙ্গীত প্রতিযোগিতা

প্রকাশিত: ১১:৪৪, ২৮ ফেব্রুয়ারি ২০১৯

শুদ্ধসুরে জাতীয় সঙ্গীত প্রতিযোগিতা

স্টাফ রিপোর্টার, ব্রাহ্মণবাড়িয়া ॥ শুদ্ধসুরে জাতীয় সঙ্গীত পরিবেশন এবং সব শিক্ষা প্রতিষ্ঠানে জাতীয় সঙ্গীত চর্চাকে অনুপ্রাণিত করার লক্ষ্যে শুদ্ধসুরে জাতীয় সঙ্গীত প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে জেলা প্রশাসনের আয়োজনে স্থানীয় শিল্পকলা একাডেমি মিলনায়তনে আয়োজিত প্রতিযোগিতায় জেলার ৯ উপজেলার বিভিন্ন বিদ্যালয়ের ২৭০ শিক্ষার্থী ২৭টি গ্রুপে অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে জেলা প্রশাসনের কর্মকর্তাসহ বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। ১৫ গুণীকে সম্মাননা পার্বত্যাঞ্চল প্রতিনিধি, খাগড়াছড়ি ॥ ক্রাউন সিমেন্টের উদ্যোগে ১০ গুনী শিক্ষক, ৫ খ্যাতিমান প্রকৌশলী সম্মাননা ও ১৩ শিক্ষানবিস শিক্ষার্থীকে সনদপত্র বিতরণ করা হয়েছে। বুধবার খাগড়াছড়ি সরকারী কলেজের হলরুমে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে ক্রাউন সিমেন্ট গ্রুপের উপদেষ্টা শংকর কুমার রায়ের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন খাগড়াছড়ি সরকারী কলেজের অধ্যক্ষ প্রফেসর শাহ আহম্মদ নবী। অনুষ্ঠানে খাগড়াছড়ি সরকারী কলেজের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ প্রফেসর বোধিসত্ব দেওয়ান, প্রফেসর সুধীন কুমার চাকমা, দীঘিনালা সরকারী কলেজের সহকারী অধ্যাপক প্রমিরা চাকমা, পার্বত্য জেলা পরিষদের প্রধান প্রকৌশলী জীবন রোয়াজা, পার্বত্য ইঞ্জিনিয়ারিং সলিউসন্স এর প্রকৌশলী অরিন্দম চাকমাসহ ১০ গুণী শিক্ষক ৫ খ্যাতিমান প্রকৌশলীকে সম্মাননা দেয়া হয়।
×