ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

ঝড়ে পাঁচ শিক্ষা প্রতিষ্ঠানের ঘর পড়ে পাঠদান ব্যাহত

প্রকাশিত: ১১:৪৪, ২৮ ফেব্রুয়ারি ২০১৯

ঝড়ে পাঁচ শিক্ষা প্রতিষ্ঠানের ঘর পড়ে পাঠদান ব্যাহত

নিজস্ব সংবাদদাতা, আমতলী, বরগুনা, ২৭ ফেব্রুয়ারি ॥ আমতলীতে আকস্মিক ঘূর্ণিঝড়ে পাঁচটি শিক্ষা প্রতিষ্ঠানে ঘর বিধ্বস্ত হয়েছে। এতে ওই শিক্ষা প্রতিষ্ঠানের পাঠদান ব্যাহত হচ্ছে। জানা গেছে, সোমবার সকালের ঘূর্ণিঝড়ে উপজেলার পাঁচটি শিক্ষা প্রতিষ্ঠান ক্ষতিগ্রস্ত হয়েছে। প্রতিষ্ঠানগুলো হলো উত্তর কালামপুর নুরানী মহিলা দাখিল মাদ্রাসা, আমজাদিয়া দাখিল মাদ্রাসা, ঘোপখালী আল-আমিন দাখিল মাদ্রাসা, বালিয়াতলী চরকগাছিয়া দাখিল মাদ্রাসা ও পশ্চিম চিলা আমিনিয়া ফাজিল মাদ্রাসা। এ সকল শিক্ষা প্রতিষ্ঠানের শ্রেণী কক্ষের টিনশেড ঘর বিধ্বস্ত ও আসবাবপত্র ভেঙ্গে ক্ষতিগ্রস্ত হয়েছে। এতে ব্যাহত হচ্ছে ওই শিক্ষা প্রতিষ্ঠানের পাঠদান। উত্তর কালামপুর নুরানী মহিলা দাখিল মাদ্রাসার সুপার মাওলানা মোঃ আলাউদ্দিন শিকদার বলেন, শ্রেণী কক্ষের টিনশেড ঘর ও আসবাবপত্র ভেঙ্গে প্রায় দুই লক্ষ টাকার ক্ষতি হয়েছে। শ্রেণী কক্ষ ভেঙ্গে যাওয়ায় পাঠদানে সমস্যা হচ্ছে। আমতলী উপজেলা জমিয়াতুল মোরদারেছিন সাধারণ সম্পাদক মাওলানা মোঃ আনোয়ার হোসেন বলেন, সোমবারের ঘূর্ণিঝড়ে পাঁচটি শিক্ষা প্রতিষ্ঠান (মাদ্রাসা) বিধ্বস্ত ও ক্ষতিগ্রস্ত হয়েছে। আমতলী উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ আকমল হোসেন বলেন, আকস্মিক ঘূর্ণিঝড়ে কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠানেও শ্রেণী কক্ষ ক্ষতিগ্রস্ত হওয়ায় সে সকল প্রতিষ্ঠানে পাঠদান ব্যাহত হচ্ছে। চাঁপাইনবাবগঞ্জ জেলা আইনজীবী সমিতির নির্বাচন স্টাফ রিপোর্টার, চাঁপাইনবাবগঞ্জ ॥ মঙ্গলবার চাঁপাইনবাবগঞ্জ জেলা আইনজীবী সমিতির নির্বাচনে সভাপতি ও সম্পাদক পদে আওয়ামী লীগ প্রার্থী বিজয়ী হয়েছেন। তারা হচ্ছেন- ভোলাহাট উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মুক্তিযোদ্ধা ও আওয়ামী লীগ নেতা আব্দুস সামাদ। সাধারণ সম্পাদক পদে আওয়ামী লীগ নেতা মনিরুল ইসলাম। এছাড়াও আওয়ামী লীগ প্যানেলে ৩টি সদস্যসহ ৭টি পদে জয়লাভ করেছে।
×