ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

বগুড়ার বইমেলায় প্রজন্ম খুঁজে ফিরছে বাঙালীর শিকড়ের সংস্কৃতি

প্রকাশিত: ১১:৪৩, ২৮ ফেব্রুয়ারি ২০১৯

বগুড়ার বইমেলায় প্রজন্ম খুঁজে ফিরছে বাঙালীর শিকড়ের সংস্কৃতি

সমুদ্র হক ॥ বর্তমান প্রজন্ম খুঁজে ফিরছে বাঙালীর শিকড়ের সংস্কৃতি। তাদের কাছে প্রযুক্তির অন্তর্জালের (ইন্টারনেট) চেয়ে বই অধিক প্রিয়। বগুড়ায় এবারের একুশের বইমেলা এটাই প্রমাণ করছে। বগুড়া চিকিৎসা মহাবিদ্যালয়ের শিক্ষার্থী তাসমিম নওরিন পৃথ্বা ও সায়মা তন্দ্রা বলল, প্রযুক্তিকে গ্রহণ করেছে ভবিষ্যতের পথে নিজেদের গড়ে নিতে। আর বাঙালীর শিকড় তাদের প্রাণ। বাংলার মাটিতেই পাওয়া যায় মায়ের গন্ধ। বিশ^বিদ্যালয় পাঠ শেষ করা এ যুগের তরুণ রেজোয়ানুল হক সাফিল বলল, মুক্তিযুদ্ধ, বাঙালীর লোকজ সংস্কৃতি ও বিজ্ঞানভিত্তিক বই তার পছন্দ। তরুণী সুরভী নাসরিনের কথা; বই পড়ার অভ্যাস পেয়েছে পারিবারিক আবহ থেকে। ছোটগল্প উপন্যাস সব ধরনের বই সে পড়ে। বাংলাদেশের অনেক লেখকের বই উন্নত। তবে সেই সংখ্যা এখনও কম। এভাবেই এগিয়ে যাবেন সৃজনশীল লেখকরা। সে ট্যাব ও কম্পিউটারে বই পড়ার চেয়ে ছাপা বইকেই স্বাচ্ছন্দ্য মনে করে। এই বিষয়ে তরুণী ফারহা নূর নওরিনের কথা : ছাপাখানার বই থাকবে ই-বুক থাকবে। কোনটিকেও বাদ দেয়া যাবে না। তবে কাগজে মুদ্রিত বইয়ের আবেদন চিরন্তন। তরুণ-তরুণীদের এমন মন্তব্যের চিত্রই দেখা গেল বগুড়ার বইমেলায়। কেন্দ্রীয় শহীদ মিনারের কাছে নবাববাড়ি সড়কের ধারে সম্মিলিত সাংস্কৃতিক জোটের আয়োজনে ও জেলা প্রশাসনের সহযোগিতায় একুশের বইমেলায় প্রতিদিনই ভিড় থাকছে। শেষের বেলায় এই ভিড় আরও বেড়েছে। স্থানীয় প্রকাশক ছাড়াও ঢাকার কয়েকটি প্রকাশনা প্রতিষ্ঠান এসেছে। তারা জানাল, ভাষা, বঙ্গবন্ধুর আত্মজীবনী ও তাঁর ওপর লিখা বই, মুক্তিযুদ্ধের ইতিহাস, লোকজ ইতিহাস, বিজ্ঞানভিত্তিক লিখা, প্রবন্ধ, গল্প, উপন্যাস ও কবিতাসহ ব্যতিক্রমী ধারার বই বিক্রি হচ্ছে।
×