ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

লালমনিরহাটে ২ মাদ্রাসাছাত্র চার দিন নিখোঁজ

প্রকাশিত: ১১:৪৩, ২৮ ফেব্রুয়ারি ২০১৯

লালমনিরহাটে ২ মাদ্রাসাছাত্র চার দিন নিখোঁজ

নিজস্ব সংবাদদাতা, লালমনিরহাট, ২৭ ফেব্রুয়ারি ॥ শহরের অদূরে হাড়িভাঙ্গা তা’লীমুল ইনসান হাফেজিয়া মাদ্রাসা ও লিল্লাহ বোর্ডিংয়ে অবস্থানরত দুই ছাত্র গত ২৪ ফেব্রুয়ারি হতে নিখোঁজ রয়েছে। নিখোঁজ মাদ্রাসার ছাত্রদ্বয় হলো, ইউসুফ আলী (১৪) ও রুকাইয়াত ইসলাম (১৬)। মাদ্রাসার দুই ছাত্র কোরানের দুই ও পাঁচ পাড়ার হাফেজ। এ বিষয়ে অভিভাবকদ্বয় বুধবার সন্ধ্যায় পৃথক পৃথক দুইটি জিডি দায়ের করেছেন। জানা গেছে, জেলা সদরের মহেন্দ্রনগর ইউনিয়নের সাতপাটকিস গ্রামের কৃষক ছাদেক হোসেন খোকার ছেলে ইউসুফ আলী। সে দুই পারা কোরানের হাফেজ। ৩/৪ বছর ধরে হাড়িভাঙ্গা তা’লীমুল ইনসান হাফেজিয়া মাদ্রাসা ও লিল্লাহ বোর্ডিং- এর আবাসিক ছাত্র ছিল। অপর নিখোঁজ মাদ্রাসার ছাত্র রুকাইয়াত ইসলামের বাড়ি জেলার আদিতমারী উপজেলার ভেলাবাড়ি ইউনিয়নের শালমারা গ্রামে। বাবা শরিফুল ইসলাম। সে পাঁচ পাড়ার কোরানের হাফেজ। ৪/৫ বছর ধরে হাড়িভাঙ্গা তা’লীমুল ইনসান হাফেজিয়া মাদ্রাসা ও লিল্লাহ বোর্ডিংয়ের আবাসিক ছাত্র ছিল। পরিবারের ধারণা কোন জঙ্গী সংগঠনের ফাঁদে পড়ে তারা নিরুদ্দেশ হয়েছে কি না। এদিকে হাড়িভাঙ্গা তা’লীমুল ইনসান হাফেজিয়া মাদ্রাসা ও লিল্লাহ বোর্ডিংয়ের অধ্যক্ষ নুর আলম সিদ্দিকী জানান, মাদ্রাসার ছাত্র ইউসুফ ও রুকাইয়াত নিখোঁজের ঘটনায় পুলিশ মাদ্রাসায় গিয়ে তদন্ত করেছে। লালমনিরহাটের পুলিশ সুপার এসএম রশিদুল হককে মাদ্রাসাছাত্র নিখোঁজের বিষয়ে অবগত করা হয়েছে।
×