ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

মোহামেডান-আবাহনী ম্যাচ বৃষ্টিতে বাতিল

প্রকাশিত: ১১:৪১, ২৮ ফেব্রুয়ারি ২০১৯

মোহামেডান-আবাহনী ম্যাচ বৃষ্টিতে বাতিল

স্পোর্টস রিপোর্টার ॥ বাংলাদেশ প্রিমিয়ার লীগ ফুটবলে নবম রাউন্ডের খেলায় বুধবার সন্ধ্যা সাড়ে ৬টায় বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে মুখোমুখি হওয়ার কথা ছিল দেশের ঐতিহ্যবাহী দুটি ফুটবল ক্লাব ঢাকা আবাহনী লিমিটেড বনাম মোহামেডান স্পোর্টিং ক্লাবের। ফুটবলপ্রেমীদের উৎসুক দৃষ্টি ছিল এই ম্যাচে কে কাকে হারায়। শেষ পর্যন্ত দু’দলের কেউ কাউকে হারাতে পারেনি, আবার কেউ জেতেওনি। বরং দু’দলই হেরে গেছে প্রকৃতির কাছে। তুমুল বর্ষণের কাছে হার মেনেছে ১৯ বারের লীগ চ্যাম্পিয়ন মোহামেডান এবং ১৭ বারের লীগ শিরোপাধারী আবাহনী। ম্যাচ শুরু হওয়ার ঘণ্টাখানেক আগে থেকেই সেই যে ‘আকাশের কান্না’ শুরু হয়, সেটা আর থামেনি। এমনিতেই বঙ্গবন্ধু স্টেডিয়ামের জল নিষ্কাশন পদ্ধতি জঘন্য, তার ওপর এমন অবিরাম বর্ষণে অল্পক্ষণের মধ্যেই মাঠ বৃষ্টিতে জলমগ্ন হয়ে পড়ে। ফলে মাঠ হয়ে পড়ে খেলার সম্পূর্ণ অনুপযোগী। ফলে ম্যাচ কমিশনার ম্যাচটি পরিত্যক্ত ঘোষণা করেন। বাফুফে পরে জানিয়ে দেবে এই ম্যাচটি আবার কবে অনুষ্ঠিত হবে। পশ্চিমা লঘুচাপ ও কালবৈশাখীর প্রভাবে রাজধানীসহ সারাদেশে বৃষ্টি হচ্ছে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। ঝড়ো হাওয়ার কারণে সমুদ্রবন্দরসমূহকে তিন নম্বর সতর্ক সঙ্কেত দেখিয়ে যেতে বলা হয়েছে। আজ বৃহস্পতিবারও আবহাওয়ার এমন অবস্থা বিরাজ করবে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। চলমান লীগে দুই দলের দুই রকম অবস্থা। ১৯ বারের লীগ চ্যাম্পিয়ন মোহামেডান পয়েন্ট টেবিলে আছে ১৩ দলের মধ্যে নিচের সারির দিকে- অর্থাৎ দশম অবস্থানে। পয়েন্ট ৭ ম্যাচে ৫। হেরেছে ৪ এবং ড্র করেছে ২ ম্যাচে, জয় মাত্র ১টিতে। সে তুলনায় বেশ ভাল অবস্থানেই আছে ১৭ বারের লীগ শিরোপাধারী ‘দ্য স্কাই ব্লু ব্রিগেড’ খ্যাত ঢাকা আবাহনী। ৮ খেলায় তাদের পয়েন্ট ১৮। আছে লীগ শিরোপার রেসেই। তারা জিতেছে ৬ ম্যাচে। হেরেছে ২ ম্যাচে। জাতীয় জিমন্যাস্টিক্স শুরু আজ স্পোর্টস রিপোর্টার ॥ বৃহস্পতিবার থেকে শুরু হচ্ছে চারদিনব্যাপী ৩৬তম সিনিয়র, ২১তম জুনিয়র ও চতুর্থ বয়সভিত্তিক জাতীয় জিমন্যাস্টিক্স প্রতিযোগিতা। বৃহস্পতিবার সকাল ১০টায় জাতীয় ক্রীড়া পরিষদের জিমনেশিয়ামে আয়োজিত প্রতিযোগিতার উদ্বোধন করবেন জাতীয় ক্রীড়া পরিষদের সচিব মাসুদ করিম। এ সময় উপস্থিত থাকবেন ফেডারেশনের সভাপতি শেখ বশির আহমেদ মামুন ও সাধারণ সম্পাদক আহমেদুর রহমান বাবলুসহ অন্য কর্মকর্তারা। এবারের প্রতিযোগিতায় জেলা ক্রীড়া সংস্থা ও সার্ভিসেস দল থেকে বিভিন্ন ক্যাটাগরিতে ২০০ জিমন্যাস্ট অংশ নেবেন।
×