ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

মুখ খুললেন সনথ জয়সুরিয়া

প্রকাশিত: ১১:৪০, ২৮ ফেব্রুয়ারি ২০১৯

মুখ খুললেন সনথ জয়সুরিয়া

স্পোর্টস রিপোর্টার ॥ আইসিসি কর্তৃক দুই বছরের জন্য সকল ধরনের ক্রিকেটীয় কর্মকা- থেকে নিষিদ্ধ শ্রীলঙ্কান তারকা সনথ জয়সুরিয়া ব্যক্তিগত বিষয়ে হস্তক্ষেপের অভিযোগ এনেছেন। নিজের অফিসিয়াল টুইটারে দেশটির সাবেক অধিনায়ক লিখেছেন, ‘আমাকে আইসিসি বলেছিল সিমকার্ড আর আইফোন জমা দিতে। কিন্তু আমার কাছে মনে হয়েছে আইসিসি আমার ব্যক্তিস্বাধীনতায় হস্তক্ষেপ করছে। তারা যেসব জিনিস চাচ্ছিল তার মধ্যে আমার ব্যক্তিগত অনেক কিছু ছিল, তাই আমি দিতে রাজি হইনি। আইসিসির দুর্নীতিবিরোধী কমিটি আমার কাছে যেসব তথ্য চেয়েছিল, আমি সব দিয়েছি। তবুও তারা আমাকে অভিযুক্ত করেছে, যদিও আমার বিরুদ্ধে কোন ম্যাচ ফিক্সিং, দুর্নীতি কিংবা তথ্য গোপনের অভিযোগ নেই।’ দীর্ঘ ক্রিকেট ক্যারিয়ারে সততার সঙ্গে কোনদিন আপোস করেননি জানিয়ে মাতারা হারিকেন আরও লিখেছেন, ‘আমি আমার পুরো ক্যারিয়ারে কখনই আমার আত্মসম্মান ও ব্যক্তিত্বের সঙ্গে আপোস করিনি। সবসময় নিজের দেশের স্বার্থকে গুরুত্ব দিয়েছি সবচেয়ে বেশি। সারাবিশ্বের ক্রিকেটপ্রেমীরা এটা জানেন। আমি শ্রীলঙ্কার জনগণকে ধন্যবাদ জানাই, যারা এই কঠিন পরিস্থিতিতে আমার পাশে এসে দাঁড়িয়েছেন। শুনানিতে অংশগ্রহণ করতে দেয়ার জন্য আইসিসির দুর্নীতিবিরোধী কমিটিকেও আমার ধন্যবাদ।’ দুর্নীতি আর অনিয়মে নিমজ্জিত শ্রীলঙ্কার ক্রিকেট। দলের পারফর্মেন্সেরও কোন ধারাবাহিকতা নেই। পরিস্থিতি এমন পর্যায়ে গেছে যে, দুর্নীতি দমনে মাঠে নামতে হয়েছে খোদ আন্তর্জাতিক ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা আইসিসিকে (ইন্টারন্যাশনাল কিকেট কাউন্সিল)। সেই দুর্নীতিবিরোধী অভিযানে সহায়তা না করায় সম্প্রতি দুই বছরের জন্য নিষিদ্ধ হয়েছেন শ্রীলঙ্কার বিশ্বকাপ জয়ী দলের গুরুত্বপূর্ণ সদস্য জয়সুরিয়া। দু’দিন আগেই আইসিসি এক বিবৃতির মাধ্যমে কিংবদন্তিতুল্য এ ক্রিকেটারকে নিষিদ্ধের বিষয়টি জানিয়ে দিয়েছে। তার বিরুদ্ধে দুর্নীতি দমন ইউনিটকে তদন্তে সহযোগিতা করার ক্ষেত্রে অস্বীকৃতি জানানো, তদন্তে বাধা দেয়া, তদন্তের প্রয়োজনীয় কাগজপত্র ও প্রমাণাদি লুকিয়ে ফেলা, সেগুলো জালিয়াতি করার চেষ্টা ও ধ্বংস করাসহ নানা বিষয়ে অভিযোগ রয়েছে।
×