ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

জয় দিয়ে শুরু কন্টা-আজারেঙ্কার

প্রকাশিত: ১১:৪০, ২৮ ফেব্রুয়ারি ২০১৯

জয় দিয়ে শুরু কন্টা-আজারেঙ্কার

স্পোর্টস রিপোর্টার ॥ জয় দিয়েই মিশন শুরু করেছেন ভিক্টোরিয়া আজারেঙ্কা, স্লোয়ানে স্টিফেন্স এবং জোহানা কন্টা। মঙ্গলবার মেক্সিকান ওপেনের প্রথম রাউন্ডে বিশ্ব টেনিস র‌্যাঙ্কিংয়ের সাবেক নাম্বার ওয়ান তারকা ভিক্টোরিয়া আজারেঙ্কা ৬-১ এবং ৬-২ গেমে উড়িয়ে দিয়েছেন ড্যানিয়েল কোলিন্সকে। আরেক ম্যাচে স্লোয়ানে স্টিফেন্স ৬-২ এবং ৬-২ গেমে পরাজিত করেন পাউলিন পার্মেন্টিয়েরকে। এছাড়া গ্রেট ব্রিটেনের জোহানা কন্টা ৬-৩ এবং ৬-২ গেমে খুব সহজেই হারিয়েছেন লারা সিগেমুন্ডকে। বিশ্ব টেনিস র‌্যাঙ্কিংয়ের সাবেক নাম্বার ওয়ান তারকা ভিক্টোরিয়া আজারেঙ্কা। মঙ্গলবার দ্বিতীয় বাছাই ড্যানিয়েল কোলিন্সের মুখোমুখি হয়েছিলেন মেক্সিকান ওপেনের প্রথম রাউন্ডের ম্যাচে। তবে জয় পেতে মোটেও বেগ পেতে হয়নি বেলারুশ সুন্দরীর। জয়ের পর দারুণ খুশি আজারেঙ্কা। ম্যাচশেষে নিজের অনুভূতি প্রকাশ করতে গিয়ে তিনি বলেন, ‘আগে থেকেই ধারণা ছিল আমার। কলিন্স খুব বিপজ্জনক প্রতিপক্ষ। তার দিনে যে কোন প্রতিপক্ষকেই হারিয়ে দেয়ার ক্ষমতা রাখে সে। তবে তার বিপক্ষে ম্যাচটা আরও কঠিন হবে বলেই ধরে নিয়েছিলাম আমি।’ অস্ট্রেলিয়ান ওপেনের সাবেক চ্যাম্পিয়ন ভিক্টোরিয়া আজারেঙ্কা। বিশ্ব টেনিস র‌্যাঙ্কিংয়ের শীর্ষস্থানটাও দখল করেছিলেন তিনি। কিন্তু গত কয়েকটা বছর তার সময়টা খুব বাজে কেটেছে। তবে হাল না ছাড়া বেলারুশ তারকা এ বছরে বেশ ভালভাবেই লড়াই করছেন স্বরূপে ফেরার। যদিওবা এই মুহূর্তে বিশ্ব টেনিস র‌্যাঙ্কিংয়ের ৫০ নম্বরে অবস্থান করছেন তিনি। মেক্সিকান ওপেনে দ্বিতীয়পর্বের ম্যাচে তাতিয়ানা মারিয়ার মুখোমুখি হবেন আজারেঙ্কা। জার্মানির এই খেলোয়াড় টুর্নামেন্টের প্রথম রাউন্ডে ৬-২ এবং ৭-৬ (১) গেমে পরাজিত করেন ইতালির মার্টিনা ট্রেভিসানকে। মার্কিন যুক্তরাষ্ট্রের স্লোয়ানে স্টিফেন্স ২০১৬ সালে মেক্সিকান ওপেনের চ্যাম্পিয়ন হয়েছিলেন। এবারও তার লক্ষ্য শিরোপা পুনরুদ্ধার করা। জয় দিয়ে শুরু করে সেই ইঙ্গিতটাই দিলেন ইউএস ওপেনের সাবেক এই চ্যাম্পিয়ন। প্রত্যাশা অনুযায়ী জয় দিয়ে মেক্সিকান ওপেনের মিশন শুরু করে দারুণ খুশি জোহানা কন্টাও। এছাড়া দিনের অন্য ম্যাচগুলোতে জয়ের দেখা পেয়েছেন মিহায়েলা বুজার্নেস্কু এবং ঝ্যাং সাইসাই। এছাড়াও প্রথম রাউন্ডের বাধা পেরিয়েছেন ক্রিস্টিনা ম্যাকহেল, তিমিয়া বাবোস ভারভারা ফ্লিঙ্ক এবং বিয়াঙ্কা আন্দ্রেস্কু। এদিকে পুরুষ এককে জয়ের স্বাদ পেয়েছেন রাফায়েল নাদাল। স্পেনের এই টেনিস তারকা এদিন ৬-৩ এবং ৬-২ গেমে হারিয়েছেন জার্মানির মিসচা জেরেভকে। গত জানুয়ারিতে অস্ট্রেলিয়ান ওপেনের ফাইনাল খেলেছিলেন তিনি। কিন্তু দুর্ভাগ্য তার। শিরোপা জয়ের লড়াইয়ে সার্বিয়ার নোভাক জোকোভিচের কাছে হেরে যান তিনি। তবে এরপর আর কোর্টে নামেননি বিশ্ব টেনিস র‌্যাঙ্কিংয়ের সাবেক এই নাম্বার ওয়ান। অস্ট্রেলিয়ান ওপেনের পর মেক্সিকান ওপেনেই প্রথম কোর্টে নামলেন তিনি। এই টুর্নামেন্টে জয় দিয়ে মিশন শুরু করে দারুণ খুশি তাই নাদাল। এ বিষয়ে তিনি বলেন, ‘এমন জয়ে আমি খুব খুশি। কেননা মিসচার বিপক্ষে জেতাটা কখনই সহজ ব্যাপার নয়।’ ৩২ বছর বয়সী রাফায়েল নাদাল দ্বিতীয় রাউন্ডে মুখোমুখি হবেন নিক কির্গিওসের। অস্ট্রেলিয়ান তারকা নিক টেনিস কোর্টে দুর্দান্ত খেলেন।
×