ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

‘শিরোপা জিততে ভাগ্যেরও প্রয়োজন’

প্রকাশিত: ১১:৩৯, ২৮ ফেব্রুয়ারি ২০১৯

‘শিরোপা জিততে ভাগ্যেরও প্রয়োজন’

স্পোর্টস রিপোর্টার ॥ ইংলিশ ক্লাব লিভারপুলের তারকা কোচ জার্গেন ক্লপ জানিয়েছেন, প্রিমিয়ার লীগের শিরোপা জিততে ভাগ্যেরও প্রয়োজন। দীর্ঘ ২৮ বছর পর এবার শিরোপার সম্ভাবনা আছে লিভারপুলের। কিন্তু সদ্যই তিনটি ম্যাচ ড্র করে পয়েন্টের পার্থক্য মাত্র একে নামিয়ে ফেলেছে ক্লপের দল। যে কারণে শেষ পর্যন্ত দ্য রেডসরা শিরোপা জিততে পারে কিনা তা নিয়ে সংশয় আছে। এমন অবস্থায় এক সাক্ষাতকারে সার্বিক বিষয়ে কথা বলেছেন ক্লপ। সমালোচকদের বিরোধিতা করে ৫১ বছর বয়সী এই জার্মান কোচ বলেছেন, লিভারপুলের জন্য লীগ শিরোপা জয়ের এটাই শেষ সুযোগ নয়। চলমান মৌসুমে অপ্রতিরোধ্য লিভারপুল বর্তমান চ্যাম্পিয়ন ম্যানচেস্টার সিটির চেয়ে মাত্র এক পয়েন্ট এগিয়ে থেকে টেবিলের শীর্ষে অবস্থান করছে। যদিও শেষ চারটি ম্যাচে তারা তিনটিতেই ড্র করে পয়েন্ট হারিয়েছে। ১৯৯০ সালের পর থেকে লীগ শিরোপা জিততে পারেনি দ্য রেডসরা। আর তাই শিরোপাখরা কাটানোর এই সুযোগ কাজে লাগাতে গিয়ে দারুণ চাপে আছেন ক্লপের শিষ্যরা। তবে ক্লপ মনে করেন শিরোপা জয় মোটেই সহজ নয়। বুধবার সাক্ষাতকারে ক্লপ বলেন, এটাই আমাদের সামনে শেষ সুযোগ নয়। এই বিষয়টা গুরুত্বপূর্ণ। এটা আমাদের প্রথম সুযোগ, এখানে পার্থক্যটা বিশাল। প্রিমিয়ার লীগ শিরোপা জয়ের জন্য এটাই কি আমাদের সামনে একমাত্র সুযোগ, আমি মনে করি না। তবে এই সুযোগটা আমরা কিভাবে কাজে লাগাতে পারি সেটাই গুরুত্বপূর্ণ। কেননা কখনও কখনও শিরোপা জয়ে ভাগ্যেরও প্রয়োজন হয়। এবারের মৌসুমে রক্ষণভাগের উন্নতি মাঠেও প্রমাণ করেছে লিভারপুল। তবে আক্রমণভাগের ব্যর্থতায় কয়েকটি ম্যাচে সাফল্য আসেনি। সবধরনের প্রতিযোগিতায় লিভারপুল গত পাঁচ ম্যাচে মাত্র পাঁচটি গোল করেছে। এর মধ্যে গত রবিবার ম্যানচেস্টার ইউনাইটেডের সঙ্গে গোলশূন্য ড্র ম্যাচও আছে। এক্ষেত্রে ক্লপ তার সমালোচকদের জবাব দিয়ে জানিয়েছেন, এই পর্যায়ে আসতে গিয়ে প্রতিনিয়ত তাদের কঠিন পরিস্থিতির মোকাবেলা করতে হয়েছে। জার্মান ক্লাব বরুশিয়া ডর্টমুন্ডের সাবেক কোচ ক্লপ বলেন, যখন আমরা ১-০ গোলের ব্যবধানে জয় পায় তখন আমাকে ব্যাখ্যা দিতে হয় কেন আমরা আরও বেশি গোল করতে পারলাম না। যখন আমরা ড্র করি তখন জবাব দিতে হয় কেন আমরা ১-০ গোলে জিততে পারলাম না। অবশ্যই আমাদের আগে আরও অনেক দলই চ্যাম্পিয়ন হওয়ার জন্য চেষ্টা করেছে। কিন্তু সবাই তো আর সফল হয়নি। আমাদের আপ্রাণ চেষ্টা আছে, অব্যাহত থাকবে। তবে ভাগ্য সহায় থাকলে কাজটা সহজ হয়।
×