ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

সাউথ আমেরিকান লাংফিশ

প্রকাশিত: ১১:০৩, ২৮ ফেব্রুয়ারি ২০১৯

সাউথ আমেরিকান লাংফিশ

সাপের মতো চেহারার এই প্রাণীটির চামড়া অস্বাভাবিক রকমের কোঁচকানো। তার উপরের দাঁতগুলো মানুষের দাঁতের মতো। প্রথমে সাপ ভেবেই ভুল করেছিলেন মারিয়া জুলিয়া কান্দোত্তি। কিন্তু তার পরে প্রাণীটিকে খুঁটিয়ে দেখে তিনি বুঝতে পারেন, এমন জীব তিনি কখনও দেখেননি। সঙ্গে সঙ্গে তার ছবি তোলেন মারিয়া। আন্তর্জাতিক সংবাদমাধ্যমে প্রকাশিত এক প্রতিবেদন থেকে জানা গিয়েছে, ঘটনাটি ঘটেছে আর্জেন্টিনার উত্তর-পূর্বাঞ্চলের সান্তা ফে প্রদেশের সান জেভিয়ার শহরের কাছেই। মারিয়া জুলিয়া কান্দোত্তি নামের ওই কৃষক রমণী ধানক্ষেতে কাজ করতে গিয়ে এই প্রাণীটির দেখা পান। মারিয়া সংবাদমাধ্যমকে জানিয়েছেন, নিকটবর্তী নদী থেকে প্রাণীটি ধানক্ষেতে চলে এসেছিল। ফেসবুকে তিনি জানান, সেটি যে ঠিক কী, তা তারা জানেন না। তবে প্রাণীটিকে দেখে তাদের রীতিমতো ভয় করছিল, সে কথা তিনি তার পোস্টে লিখেছেন। পরে বিশেষজ্ঞরা মারিয়ার পোস্টটি দেখে জানান, প্রাণীটি সাপ নয়। এটি এক রকমের মাছ। এটির নাম সাউথ আমেরিকান লাংফিশ। -ইয়াহু নিউজ
×