ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

পিএসসিকে যোগ্য প্রার্থীদের চাকরির জন্য সুপারিশের আহ্বান রাষ্ট্রপতির

প্রকাশিত: ১০:০৮, ২৮ ফেব্রুয়ারি ২০১৯

পিএসসিকে যোগ্য প্রার্থীদের চাকরির জন্য সুপারিশের আহ্বান রাষ্ট্রপতির

রাষ্ট্রপতি মোঃ আবদুল হামিদ সরকারী কর্মকমিশনকে (পিএসসি) যোগ্য প্রার্থীরা যাতে সরকারী চাকরি পায় সে লক্ষ্যে নিষ্ঠার সঙ্গে কাজ করার আহ্বান জানিয়েছেন। বুধবার বিকেলে পিএসসির একটি প্রতিনিধিদল বঙ্গভবনে রাষ্ট্রপতির কাছে তাদের বার্ষিক প্রতিবেদন-২০১৮ পেশ করতে গেলে রাষ্ট্রপতি হামিদ এ আহ্বান জানান। খবর বাসস’র। বৈঠক শেষে রাষ্ট্রপতির প্রেস সচিব জয়নাল আবেদিন রাষ্ট্রপতির উদ্ধৃতি দিয়ে বলেন, ‘যোগ্য ও মেধাবী প্রার্থীরা যাতে পিএসসির সুপারিশে প্রজাতন্ত্রের চাকরি পায় সে জন্য নিষ্ঠা এবং সততার সঙ্গে আপনারা কাজ করবেন।’ রাষ্ট্রপতি পিএসসিকে কমিশনের সকল কর্মকা-ে তথ্য ও যোগাযোগ প্রযুক্তির (আইসিটি) সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করারও পরামর্শ দেন। দেশ সকল ক্ষেত্রে এক অসাধারণ উন্নয়নের দিকে এগিয়ে যাচ্ছে উল্লেখ করে রাষ্ট্রপতি বলেন, পিএসসিকেও সরকারের চলমান উন্নয়ন ও অগ্রগতিকে আরও বেগবান করতে দক্ষতার সঙ্গে কাজ করতে হবে। রাষ্ট্রপতি হামিদ কমিশনের সার্বিক কর্মকা-ে সন্তোষ প্রকাশ করেন। বৈঠকে পিএসসির চেয়ারম্যান ড. মোহাম্মদ সাদিকের নেতৃত্বে ১৫ সদস্যের একটি প্রতিনিধিদল কমিশনের সার্বিক কর্মকা- ও প্রতিবেদনের বিভিন্ন দিক সম্পর্কে রাষ্ট্রপতিকে অবহিত করেন। সাদিক রাষ্ট্রপতিকে অবহিত করেন যে, পিএসসি ২০০৯ সাল থেকে ২০১৪ পর্যন্ত বিভিন্ন ক্যাটাগরিতে ২৬ হাজার ৫৮৪ জন ক্যাডার ও ৩৩ হাজার ৯৬৭ জন নন-ক্যাডার মিলিয়ে মোট ৬০ হাজার ৫৫১ জন প্রার্থীকে নিয়োগ দিয়েছে।
×