ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

শেয়ারবাজারে লেনদেন বন্ধ বৃহস্পতিবার

প্রকাশিত: ০৯:৩৫, ২৮ ফেব্রুয়ারি ২০১৯

শেয়ারবাজারে লেনদেন বন্ধ বৃহস্পতিবার

আজ বৃহস্পতিবার ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের উপনির্বাচন এবং দক্ষিণ সিটি কর্পোরেশনর সম্প্রসারিত অংশের নির্বাচন উপলক্ষে ঢাকা মহানগরে অবস্থিত সব তফসিলি ব্যাংকের লেনদেন বন্ধ থাকবে। এ কারণে দেশের শেয়ারবাজারের লেনদেনও বন্ধ থাকবে। সংশ্লিষ্ট সূত্রে এ তথ্য জানা গেছে। সূত্রটি জানিয়েছে, ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে উপনির্বাচন এবং ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের সম্প্রসারিত অংশের নির্বাচন আজ অনুষ্ঠিত হবে। নির্বাচনে ভোটাধিকার প্রয়োগ এবং ভোটগ্রহণের সুবিধার্থে ঢাকা দুই সিটি কর্পোরেশনের আওতায় থাকা ব্যাংকসমূহের প্রধান কার্যালয় এবং শাখাসমূহের কার্যক্রম সাধারণ ছুটি ঘোষণা করে সার্কুলার জারি করেছে বাংলাদেশ ব্যাংক। যেহেতু ব্যাংক লেনদেনের সঙ্গে শেয়ারবাজার লেনদেনের সম্পর্ক রয়েছে। তাই এই দিনে দেশের শেয়ারবাজারের লেনদেন বন্ধ থাকবে। ঢাকা ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ কর্তৃপক্ষ এ বিষয়ে বুধবার সিদ্ধান্ত গ্রহণ করেছে।-অর্থনৈতিক রিপোর্টার
×