ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

ব্লক মার্কেটে ৫০ কোটি টাকা লেনদেন

প্রকাশিত: ০৯:৩৪, ২৮ ফেব্রুয়ারি ২০১৯

ব্লক মার্কেটে ৫০ কোটি টাকা লেনদেন

অর্থনৈতিক রিপোর্টার ॥ বুধবার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্লক মার্কেটে ১৫টি প্রতিষ্ঠান লেনদেনে অংশ নিয়েছে। এসব প্রতিষ্ঠানের ৫০ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে। জানা গেছে, ব্লক মার্কেটে লেনদেনে অংশ নেয়া কোম্পানিগুলোর ৯৫ লাখ ৮১ হাজার ১৩১টি শেয়ার ২৪ বার হাত বদল হয়েছে। এর মাধ্যমে কোম্পানিগুলোর ৫০ কোটি ৪৭ লাখ ৮৭ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। ব্লক মার্কেটে সবচেয়ে বেশি টাকার শেয়ার লেনদেন হয়েছে আইপিডিসি ফাইন্যান্সের। কোম্পানিটির ১৭ কেটি ১ লাখ ২৯ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। দ্বিতীয় সর্বোচ্চ ১০ কোটি ৯৬ লাখ টাকার লেনদেন হয়েছে স্কয়ার ফার্মার এবং তৃতীয় সর্বোচ্চ ৯ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছে ডরিন পাওয়ারের। এছাড়া ব্রিটিশ আমেরিকান টোব্যাকোর ২৯ লাখ ২০ হাজার টাকার, বিডিকমের ১৩ লাখ ৮৩ হাজার টাকার, ব্র্যাক ব্যাংকের ১৪ লাখ ৫৮ হাজার টাকার, কনফিডেন্স সিমেন্টের ৬৯ লাখ টাকার, মার্কেন্টাইল ব্যাংকের ৯ লাখ ৫২ হাজার টাকার, মার্কেন্টাইল ইন্স্যুরেন্সের ১ কোটি ৪৫ লাখ ২০ হাজার টাকার, মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের ৪ কোটি ৬২ লাখ টাকার, রূপালী ব্যাংকের ১০ লাখ টাকার, সায়হাম কটনের ৩৯ লাখ ৫৬ হাজার টাকার, শাশা ডেনিমসের ৪০ লাখ টাকার, সিমটেক্সের ৩ কোটি ৯৭ লাখ ৯৮ হাজার টাকার এবং তাকাফুল ইসলামী ইন্স্যুরেন্সের ৯৯ রাখ ৫৭ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।
×