ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

লিঙ্কন আমলের মেডেলের খোঁজ

প্রকাশিত: ০৯:৩৩, ২৮ ফেব্রুয়ারি ২০১৯

লিঙ্কন আমলের মেডেলের খোঁজ

যুক্তরাষ্ট্রের গৃহযুদ্ধকালীন সময়ের একটি মেডেল পাওয়া গেছে। এটি তৎকালীন মার্কিন সেনাবাহিনীর সম্মানজনক মেডেল ছিল বলে মনে করা হচ্ছে। অরল্যান্ডোর একটি বাড়িতে ইরিন ও মাইকেল কারা দম্পতি মেডেলটি পায়। নতুন কেনা ওই বাড়ি সাফ করতে গিয়ে এ দম্পতি এটির খোঁজ পায়। আব্রাহাম লিঙ্কনের আমলের এই মেডেলে মার্ক উড নামে একজনের নাম খোদাই করা আছে। ১৮৬০-এর দশকে মার্কিন সেনাবাহিনীর সম্মানজনক মেডেল প্রাপ্তদের মধ্যে এই মার্ক উড অন্যতম। ইউপিআই ভোদকা জব্দ উত্তর কোরিয়া যাওয়ার পথে ৯ হাজার বোতল ভোদকা জব্দ করেছে নেদারল্যান্ডস কর্তৃপক্ষ। গোপন সংবাদের ভিত্তিতে একটি জাহাজ থেকে ভোদকা জব্দ করা হয়। উত্তর কোরিয়ার পরমাণু কর্মসূচী অব্যাহত রাখার ফলে দেশটিতে এই ধরনের বিলাসদ্রব্য রফতানিতে জাতিসংঘের নিষেধাজ্ঞা রয়েছে। জাহাজটির গন্তব্য চীনে থাকলেও নেদারল্যান্ডসের পররাষ্ট্রমন্ত্রণালয়ের এক সূত্র জানায়, তাদের সন্দেহ যে জাহাজটির প্রকৃত গন্তব্য ছিল পিয়ংইয়ংয়ের দিকে। শুক্রবার রটারড্যাম বন্দরে ভোদকা জব্দ করা হয়। -বিবিসি
×