ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

ট্রাম্প মিথ্যুক ও বর্ণবাদী ॥ সাবেক এ্যাটর্নি কোহেন

প্রকাশিত: ০৯:৩১, ২৮ ফেব্রুয়ারি ২০১৯

ট্রাম্প মিথ্যুক ও বর্ণবাদী ॥ সাবেক এ্যাটর্নি কোহেন

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাবেক এ্যাটর্নি মাইকেল কোহেন ট্রাম্পের বিরুদ্ধে কংগ্রেসে সাক্ষ্য দেয়ার প্রস্তুতি নিয়েছেন। এতে প্রেসিডেন্ট পদে প্রতিদ্বন্দ্বিতার জন্য প্রচারের সময় হিলারি ক্লিনটনের তথ্য চুরির বিষয়টি ডোনাল্ড ট্রাম্প অবগত ছিলেন, বিষয়টিও উল্লেখ থাকবে। ডোনাল্ড ট্রাম্পের দীর্ঘদিনের উপদেষ্টা রজার স্টোন হিলারির তথ্য চুরির সঙ্গে জড়িত ছিলেন বলে গোপন তথ্য ফাঁসকারী সাইট উইকিলিকসে প্রকাশিত হয়। মাইকেল কোহেনের ২০ পৃষ্ঠার একটি বিবৃতি মঙ্গলবার রাতে মার্কিন কংগ্রেস সদস্যদের হাতে আসে। বিবৃতিতে মাইকেল কোহেন বড় ধরনের অভিযোগের বিস্তারিত তুলে ধরেছেন। ওই বিবৃতিতে কোহেন ট্রাম্পের বিরুদ্ধে বর্ণবাদী মন্তব্যসহ অন্যান্য অভিযোগ এনেছেন। পাশাপাশি ট্রাম্প যে ২০১৬ সাল থেকে রাশিয়ায় একটি বড় ধরনের প্রকল্প পেতে তদ্বির চালিয়ে আসছিলেন, সে বিষয়েও কোহেন নতুন তথ্য দেবেন। আবার মস্কোতে ‘ট্রাম্প টাওয়ার’ নির্মাণ নিয়ে কংগ্রেসে মিথ্যা সাক্ষ্য দিতে ট্রাম্প কোহেনকে প্রভাবিত করেছিলেন, এ বিষয়টিও এই বিবৃতিতে রয়েছে। কোহেন বলেন, কংগ্রেসে মিথ্যা বলতে ট্রাম্প তাকে সরাসরি নির্দেশ দেননি। তবে রাশিয়ার সঙ্গে ট্রাম্পের সরাসরি কোন ব্যবসা নেই; এ বিষয়ে বিবৃতি দিতে তাকে নির্দেশ দেয়া হয়েছিল বলে কোহেন মনে করেন। মাইকেল কোহেন সংক্ষেপে ডোনাল্ড ট্রাম্পকে মিথ্যুক, বর্ণবাদী, ঠগ ও প্রতারক বলে আখ্যা দেন। -সিএনএন
×