ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

উন্নয়ন কর্মকাণ্ডে অংশ নিতে চান প্রবাসী প্রকৌশলীরা

প্রকাশিত: ১২:১৯, ২৭ ফেব্রুয়ারি ২০১৯

উন্নয়ন কর্মকাণ্ডে অংশ নিতে চান প্রবাসী প্রকৌশলীরা

স্টাফ রিপোর্টার ॥ দেশের উন্নয়নে প্রবাসী প্রকৌশলীরা বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ডে অংশ নেয়ার জন্য সরকারকে একটি সুনির্দিষ্ট প্রস্তাব দেবেন। দুইদিনের বিশ্ব মানের এই সম্মেলন ও কর্মকাণ্ড বিশ্বের কাছে বাংলাদেশের সম্মান আরও উঁচু করবে। বাংলাদেশ যে এগিয়ে যাচ্ছে তার নমুনা হিসেবে এই সম্মেলন একটি অনুকরণীয় দৃষ্টান্ত হয়ে থাকবে। দেশের মেধাবী সন্তানরা যাতে দেশে ফিরে এসে দেশের উন্নয়নে অংশ নিতে পারেন তারও একটি প্রস্তাব সরকারের কাছে দেয়া হবে। প্রথমবারের মতো এই সম্মেলনে সেøাগান ‘আমরাই বদলে দিতে পারি বাংলাদেশ-আমাদের মেধা আর অভিজ্ঞতা দিয়ে।’ মঙ্গলবার এনআরবি প্রকৌশলীরা বেশ কয়েকটি সেমিনার করেছেন। প্রতিটি সেমিনারে সরকারের মন্ত্রী ও উচ্চপদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন। আয়োজকরা জানিয়েছেন, নিজেদের দক্ষতাকে দেশের উন্নয়ন কর্মকা-ে কাজে লাগাতে সিওএনই সম্মেলন আয়োজন করা হয়েছে। ৩০টিরও বেশি দেশ থেকে প্রায় সাড়ে তিন শ’ বাংলাদেশী প্রকৌশলী এ সম্মেলনে যোগ দিয়েছেন। ব্রিজ টু বাংলাদেশের (বিটুবি) আয়োজনে এবং ম্যাক্স গ্রুপের পৃষ্ঠপোষকতায় মঙ্গল ও বুধবার দুইদিন রাজধানীর একটি হোটেলে সম্মেলনটি অনুষ্ঠিত হচ্ছে। প্রকৌশলী নাজমুল উল্লাহ বলেন, পশ্চিমা দেশের মতো বাংলাদেশেও সরকারের সম্পৃক্ততা না থাকলে বহুমুখী উন্নয়নমূলক কাজ বাস্তবায়ন করা কষ্টকর। আমাদের মূল উদ্দেশ্য হলো স্থানীয় ইঞ্জিনিয়ারদের সঙ্গে প্রবাসী দক্ষ ইঞ্জিনিয়ারদের সমন্বয় ঘটানো। অনেকে আমাদের প্রশ্ন করছেন, এখানে আপনাদের সফলতা কী? এটা তখনই হবে যখন আমরা ৫টি থেকে ১০টি বাস্তব এবং সমন্বয় যোগ্য প্রোগ্রামের বাস্তবায়ন করতে পারব। যদি তা করতে পারি তাহলে এটাই হবে আমাদের সফলতা। ম্যাক্স গ্রুপের নির্বাহী পরিচালক কাজী ইয়ামিনুর রশিদ তুর্য বলেন, দক্ষতার অভাবে অনেক সময় আমাদের স্থানীয় কর্তৃপক্ষ ভালভাবে কাজ করতে পারেন না। তাদের সামনে এনআরবি ইঞ্জিনিয়াররা তাদের প্রজেক্টসমূহ উপস্থাপন করে কিভাবে তা বাস্তবায়ন করা যায় তা তুলে ধরবেন। এর মাধ্যমে আমরা একটা দক্ষ জনশক্তি গড়ে তুলতে পারব। এই জনশক্তি বাংলাদেশের উন্নয়নে বড় ভূমিকা পালন করতে পারবে। প্রধানমন্ত্রীর পক্ষ থেকে প্রবাসী প্রকৌশলীদের আহ্বান জানানো হয়েছে- আপনরা দেশের উন্নয়নে অবদান রাখবেন। আমরা কিছু প্রস্তাব সরকারের কাছে দেয়ার জন্য দুই দিনের এই সম্মেলনে আলোচনা করে ঠিক করব। প্রকৌশলী সদরুল উল্লাহ বলেন, আমি ১৯৭৩ সাল থেকে বিদেশে আছি। সব সময় দেশের জন্য কিছু করার ইচ্ছা জাগে। দেশে অনেক ভাল ভাল কাজ হচ্ছে কিন্তু দক্ষ লোকের অভাবে তা যথাযথভাবে হচ্ছে না। আশা করি দেশীয় ইঞ্জিনিয়ারদের সঙ্গে এনআরবি ইঞ্জিনিয়ারদের সমন্বয়ে আমরা ভাল কিছু করতে পারব। ব্রিজ টু বাংলাদেশ চেয়ারম্যান আজাদুল হক বলেন, ম্যাক্স গ্রুপের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার গোলাম মোহাম্মদ আলমগীর এই সম্মেলনের স্বপ্নদ্রষ্টা। ব্রিজ টু বাংলাদেশের ভাইস চেয়ারম্যান শন চৌধুরী বলেন, সরকারী ও বেসরকারী সংস্থার সঙ্গে সমন্বয় করাই আমাদের মূল উদ্দেশ্য। শুধু মাত্র আমেরিকা থেকে নয়, এ সম্মেলনে বিশ্বের ৩০ দেশ থেকে প্রবাসী প্রকৌশলীরা অংশ নিয়েছেন। আমাদের মূল লক্ষ্য হচ্ছে বাংলাদেশে বিভিন্ন উন্নয়নমূলক কাজে এই প্রবাসী প্রকৌশলীদের কীভাবে সম্পৃক্ত করা যায় সেটি নিয়ে কাজ করা। সঙ্গে সঙ্গে বাংলাদেশের জন্য উপযোগী প্রকল্প সেখানে উপস্থাপন করা হবে। আমরা তাদের সহযোগিতা করব, কিভাবে এগুলো বাংলাদেশের বিভিন্ন ক্ষেত্রে বাস্তবায়ন করা যায়। সিওএনই সম্মেলনÑ ২০১৯ এর মূল অডিয়েন্স হচ্ছে বাংলাদেশ সরকার। আমরা সরকারের ১২টি মন্ত্রণালয়কে আমন্ত্রণ জানিয়েছি। সঙ্গে সঙ্গে তাদের ৪শ’ বিভাগকে আমন্ত্রণ জানানো হয়েছে। উপস্থাপন করা প্রজেক্টগুলোকে পরবর্তীতে জার্নাল আকারে প্রকাশ করা হবে।
×