ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

আইএসএসএফ ইন্টারন্যাশনাল সলিডারিটি ওয়ার্ল্ড র‌্যাঙ্কিং আরচারি, চ্যাম্পিয়ন ভারত রানার্সআপ বাংলাদেশ

দুই স্বর্ণপদকে মুখ রক্ষা বাংলাদেশের

প্রকাশিত: ১১:৫০, ২৭ ফেব্রুয়ারি ২০১৯

দুই স্বর্ণপদকে মুখ রক্ষা বাংলাদেশের

স্পোর্টস রিপোর্টার ॥ প্রথম দুই আসরে চ্যাম্পিয়ন হলেও তৃতীয় আসরে সেই শ্রেষ্ঠত্ব আর ধরে রাখতে পারলো না বাংলাদেশ। টঙ্গীর শহীদ আহসান উল্লাহ্ মাস্টার স্টেডিয়ামে অনুষ্ঠেয় আইএসএসএফ ইন্টারন্যাশনাল সলিডারিটি ওয়ার্ল্ড র‌্যাঙ্কিং আরচারি চ্যাম্পিয়নশিপে এবার রানার্সআপ অর্থাৎ দ্বিতীয় স্থান অধিকার করেই সন্তুষ্ট থাকতে হলো বাংলাদেশকে। তারা মোট জিতেছে ৯টি পদক। যার মধ্যে রয়েছে ২ স্বর্ণ, ৩ রৌপ্য এবং ৪ তাম্রপদক। ৪ স্বর্ণ, ৩ রৌপ্য এবং ৩ তাম্রপদক পেয়ে চ্যাম্পিয়ন হয়েছে ভারত। আর তৃতীয় হয়েছে ইরান। তাদের সংগ্রহ ১ স্বর্ণ, ২ রৌপ্য এবং ১ তাম্রপদক। এ আসরে অংশ নেয়া ২৬ দেশের মধ্যে পদক পেয়েছে মাত্র ৭টি দেশ, ১৯ দেশ থেকেছে পদকবঞ্চিত। মোট ৩০টি পদকের জন্য লড়েছেন ১৪৮ তীরন্দাজ। যার মধ্যে এবার ১৩টি নতুন দেশ এবার অংশ নেয়। মঙ্গলবার প্রতিযোগিতার সমাপনী দিনে ৫টি ইভেন্টে স্বর্ণজয়ের জন্য লড়াই করে ২টি স্বর্ণ জেতে। আগের দুই আসরের চেয়ে এবার অংশ নেয়া দেশের সংখ্যা বেড়েছে (২০১৭ আসরে ১৪ এবং ২০১৮ আসরে ১৭ দেশ)। প্রথম দুই আসরেই চ্যাম্পিয়ন হয়েছিল বাংলাদেশ। প্রথম আসরে বাংলাদেশ অর্জন করেছিল ৬ স্বর্ণ। সেবার তাদের খুব একটা প্রতিদ্বন্দ্বিতার সম্মুখীন হতে হয়নি। ২০১৮ আসরে পাঁচ স্বর্ণ জেতে লাল-সবুজরা। তবে এবার কঠিন চ্যালেঞ্জে পড়ে স্বাগতিক আরচাররা। ফলে দেশ ও প্রতিযোগী আগেরবারের চেয়ে বেশি হওয়ায় এবার আর স্বর্ণজয়ের প্রতিশ্রুতি দেয়নি বাংলাদেশ আরচারি ফেডারেশন। শেষ পর্যন্ত রানার্সআপ হয়েই আসর শেষ করে তারা। কম্পাউন্ড মহিলা দলগত ইভেন্টে বাংলাদেশ (বন্যা আক্তার, সুস্মিতা বণিক, শ্যামলী রায়) ১৩০-১২৫ স্কোরে ভারতকে (প্রগতি, পাওয়ার ইশা কেতন, সঞ্চিতা তিওয়ারি) এবং রিকার্ভ মহিলা একক ইভেন্টে বাংলাদেশের দিয়া সিদ্দিকী ৬-৪ সেট পয়েন্টে ইরানের শোযামেহের শিভাকে হারিয়ে স্বর্ণপদক অর্জন করেন। এছাড়া অন্যান্য ইভেন্টে কম্পাউন্ড পুরুষ দলগত ইভেন্টে ভারত (চাহাল ঋতিক, জওকার প্রথমেশ সমাধান, বিদ্যারথি চিরাগ) ২৩১-২২৮ স্কোরে বাংলাদেশকে (অসীম কুমার দাস, আবুল কাশেম মামুন, শেখ সজীব), কম্পাউন্ড মিশ্র দলগত ইভেন্টে জার্মানি (হাইগেনাহস ক্রিস্টিনার, ট্রাচসেল মারসেল) ১৫৬-১৫৩ স্কোরে ভারতকে (প্রগতি, জওকার প্রথমেশ সমাধান), কম্পাউন্ড মহিলা একক ইভেন্টে ভারতের প্রগতি ১৪৪-১৩৬ স্কোরের ব্যবধানে জার্মানির হাইগেনাহস ক্রিস্টিনারকে, কম্পাউন্ড পুরুষ একক ইভেন্টে চাইনিজ তাইপের শেন চেইচ লুন ১৪৬-১৪৫ স্কোরে জার্মানির লউবে মারকাসেকে, রিকার্ভ মহিলা দলগত ইভেন্টে ইরান (শোযামেহের শিভা, ঘাসেমি পারমিধা, আলিপুর নিলুফার) ৫-৩ সেট পয়েন্টে ভারতকে (বারি কমালিকা, কাউর আমানপ্রিত, রিধি জরফযর), রিকার্ভ পুরুষ দলগত ইভেন্টে ভারত (চাংমাই বিশাল, চৌহান কারনি সিং, হুদা পরশ) ৫-১ সেট পয়েন্টে বাংলাদেশকে (রোমান সানা, তামিমুল ইসলাম, হাকিম আহম্মেদ রুবেল), রিকার্ভ মিশ্র দলগত ইভেন্টে ভারত (বারি কমালিকা, হুদা পরশ) ৬-০ সেট পয়েন্টে ইরানকে (আশারাফি সাদেঘ, শোযামেহের শিভা), রিকার্ভ পুরষ একক ইভেন্টে থাইল্যান্ডের থেপনা দেনচাই ৬-২ সেট পয়েন্টে বাংলাদেশের রোমান সানাকে হারিয়ে স্বর্ণপদক লাভ করেন। পুরস্কার বিতরণ করেন বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী। বিশেষ অতিথি ছিলেন ইসলামিক সলিডারিটি স্পোর্টস ফেডারেশনের মহাসচিব এসএম আলগার্নাস।
×