ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

‘কেনো চেয়েছি শেখ হাসিনাকে’ বই প্রকাশ

প্রকাশিত: ১১:১৩, ২৭ ফেব্রুয়ারি ২০১৯

‘কেনো চেয়েছি শেখ হাসিনাকে’ বই প্রকাশ

স্টাফ রিপোর্টার ॥ বইয়ের নামে একটা চমক আছে। নামটি- ‘কেনো চেয়েছি শেখ হাসিনাকে’। শেখ হাসিনা বলতে শেখ হাসিনার সরকার। কেন এই সরকার বাংলাদেশের জন্য অনিবার্য, সে কথা বলার চেষ্টা হয়েছে বইতে। খুব স্পষ্ট বলা। বাস্তবতার আলোকে সুনির্দিষ্ট করে বলেছেন ইতিহাসবিদ মুনতাসীর মামুন। অমর একুশে গ্রন্থমেলায় আসা বইটি নিয়ে আলাদা কৌতূহল দেখা যাচ্ছে পাঠকদের মধ্যে। মূলত প্রবন্ধ সঙ্কলন। বিভিন্ন সময় লেখা ১২টি প্রবন্ধ এতে স্থান পেয়েছে। প্রধান বলাটি ‘সব বিকল্পেরই বিকল্প আছে এখন শেখ হাসিনার কোন বিকল্প নেই’ প্রবন্ধে। একই বিষয়ে অন্য প্রবন্ধটি ‘কেনো এখন দরকার শেখ হাসিনার সরকার।’ ‘গণতন্ত্রের নামে রাজাকারতন্ত্র প্রতিষ্ঠা’ এবং ‘সংবিধান, নির্বাচন ও ড. কামাল হোসেন’ প্রবন্ধে বাংলাদেশ বিরোধী রাজনীতি ও এই ধারার রাজনীতিকদের স্বরূপ উন্মোচনের প্রয়াস লক্ষ্য করা যায়। অন্যান্য প্রবন্ধেও শেখ হাসিনার সরকারের প্রয়োজন তুলে ধরা হয়েছে। মুনতাসীর মামুন লিখেছেন ‘তরুণদের জন্য এলিজি’, ‘সামরিক শাসন, স্বাধীনতার পক্ষ বিপক্ষ’, ‘উন্নয়ন ও সংস্কৃতি’, ‘মুক্তিযুদ্ধের দেশে ফেরা’, ‘গণহত্যা স্মরণ দিবস পালন কেন জরুরী’, ‘অচেনা ভারত’ এবং ‘বাংলাদেশ-ভারত সম্পর্ক : গত এক যুগ।’ বইটি প্রকাশ করেছে সময়। ১৬৬ পৃষ্ঠার বইয়ের মূল্য ৩০০ টাকা।
×