ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

কর্মকর্তাদের দায়িত্ব সম্পর্কে সচেতন করলেন সিইসি

প্রকাশিত: ১১:০৫, ২৭ ফেব্রুয়ারি ২০১৯

কর্মকর্তাদের দায়িত্ব সম্পর্কে সচেতন করলেন সিইসি

স্টাফ রিপোর্টার ॥ আসন্ন উপজেলায় নির্বাচন সুষ্ঠু করতে সংশ্লিষ্ট রিটার্নিং এবং সহকারী রিটার্নিং কর্মকর্তাদের দায়িত্ব সম্পর্কে সচেতন করলেন প্রধান নির্বাচন কমিশনার কেএম নুরুল হুদা। তাদের উদ্দেশে বলেন, দায়িত্ব পালনে গা ছাড়া ভাব, ঢিলেঢালা অবস্থা , হলো কি হলো না এই মনোভাব নিয়ে নির্বাচন পরিচালনা করা যাবে না। কেউ যদি মনে করেন দায়িত্ব সঠিকভাবে পালনে সক্ষম হবেন না তাহলে দায়িত্ব ছেড়ে চলে যাওয়ার নির্দেশনা দেন তিনি এ সময়। মঙ্গলবার চতুর্থধাপের উপজেলা নির্বাচনে রিটার্নিং এবং সহকারী রিটার্নিং কর্মকর্তাদের ব্রিফ অনুষ্ঠানে তিনি এমন নির্দেশনা দেন। আগারগাঁওয়ের নির্বাচন প্রশিক্ষণ ইনস্টিটিউটে চতুর্থধাপের দায়িত্ব পালনকারী কর্মকর্তাদের প্রশিক্ষণের জন্য এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রধান নির্বাচন কমিশনার নির্বাচনে কর্মকর্তাদের সব ক্ষমতা প্রয়োগের আহ্বান জানিয়ে বলেন, আপনাদের হাতে সম্পূর্ণ ক্ষমতা অর্পিত আছে। সেই ক্ষমতাবলে আপনারা অনেক কিছু করতে পারেন। নির্বাচন বন্ধ করে দিতে পারেন, প্রার্থিতা বাতিল করে দিতে পারেন। যতই প্রভাবশালী হোক না কেন, আচরণবিধি ভঙ্গ করলে প্রার্থীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে পারেন। জরিমানা করতে পারেন। জেলেও দিতে পারেন। আর কী চান? একটা নির্বাচন পরিচালনা করার প্রত্যেকটা ক্ষমতা হাতে আছে। সেই ক্ষমতা যদি প্রয়োগ করতে না পারেন তাহলে ব্যর্থতা আপনার উল্লেখ করেন।
×