ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

ভালুকায় চেয়ারম্যান প্রার্থী সাজুর গণসংযোগ

প্রকাশিত: ০৯:৪২, ২৭ ফেব্রুয়ারি ২০১৯

ভালুকায় চেয়ারম্যান প্রার্থী সাজুর গণসংযোগ

নিজস্ব সংবাদদাতা, ভালুকা, ময়মনসিংহ, ২৬ ফেব্রুয়ারি ॥ আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামী লীগের সম্ভাব্য প্রার্থী হিসাবে বাংলাদেশ বঙ্গবন্ধু সৈনিকলীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সহ ক্রীড়া সম্পাদক ও জাতীয় গার্মেন্ট শ্রমিক লীগ ভালুকা আঞ্চলিক শাখার সভাপতি আমিনুল হক সাজু মঙ্গলবার সকাল থেকে ভালুকা উপজেলার বিভিন্ন এলাকায় মোটর সাইকেল ও গাড়ি বহর নিয়ে বাশিল, সিডস্টোর, জামিরদিয়া মাস্টারবাড়ি,হাজীর বাজার কাঠালীসহ ভালুকা বাজারে গনসংযোগ করেন। সময় তিনি স্থানীয় জনগণ, দোকান মালিক ও বিভিন্ন পেশা জীবি মানুষের সঙ্গে হাত মিলিয়ে কুশল বিনিময় করেন। এ সময় উপস্থিত ছিলেন, নবাব স্যার সলিমুল্লাহ এর নাতি নবাব আলী আহসান আসকারী, স্বেচ্ছা সেবকলীগ নেতা বাছির শিকদার, জাতীয় গার্মেন্ট শ্রমিক লীগ ভালুকা শাখার সাধারণ সম্পাদক কবির খান, ব্যবসায়ী কামাল, বিপ্লব, ফজলুল শেখ, আবুবকর সিদ্দিক, আশিকুর রহমান, আজিজুল হক, হাসিদুল, শরীফ, জুয়েল, রিয়াদ, হারিস খান ও রবি খান প্রমুখ। দুর্গাপুরে বিদ্রোহী প্রার্থী মজিদের প্রার্থিতা স্থগিত স্টাফ রিপোর্টার, রাজশাহী ॥ দুর্গাপুর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী আবদুল মজিদের প্রার্থিতা আবারও ৪ সপ্তাহের জন্য স্থগিত করা হয়েছে। সোমবার উচ্চ আদালত থেকে এই স্থগিতাদেশ দেয়া হয়। এর আগে গত বুধবার উচ্চ আদালত তার প্রার্থিতা বৈধ বলে আদেশ দেয়। আগামী ১০ মার্চ এ উপজেলায় ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। সংশ্লিষ্ট সূত্র জানায়, গত সোমবার উচ্চ আদালতে প্রার্থিতা ফিরে পেতে আপীল করেন আবদুল মজিদ। মঙ্গলবার তার আপীল আবেদনের শুনানি হয়। গত বুধবার উচ্চ আদালত প্রার্থিতা বৈধ বলে আদেশ দেয়। এরপর গত রবিবার এই আদেশের বিরুদ্ধে পুনরায় উচ্চ আদালতে আপীল করা হয়। সোমবার আপীল শুনানি শেষে আবদুল মজিদের প্রার্থিতা ৪ সপ্তাহের জন্য স্থগিত করে উচ্চ আদালতের চেম্বার বিচারপতির নির্বাচনকালীন দ্বৈত বেঞ্চ।
×