ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

কক্সবাজারে শিশু নির্যাতনকারীরা ঘুরছে প্রকাশ্যে

প্রকাশিত: ০৯:৩২, ২৭ ফেব্রুয়ারি ২০১৯

কক্সবাজারে শিশু নির্যাতনকারীরা ঘুরছে প্রকাশ্যে

স্টাফ রিপোর্টার, কক্সবাজার ॥ শহরের কুতুবদিয়া পাড়ার শিশু সাদিয়াকে নির্যাতনকারী সন্ত্রাসীরা গ্রেফতার হয়নি এখনও। শিশুর মায়ের সঙ্গে শত্রুতার জের ধরে শনিবার গোটা দিন বেঁধে রেখে অমানবিক নির্যাতন করা হয় তাকে। সন্ত্রাসী হোসন বৈদ্য প্রকাশ মাছন, রফিক, আবছার ও সাজেদা বেগম প্রকাশ্যে ঘুরলেও পুলিশ তাদের হদিস পাচ্ছে না বলে জানা গেছে। মানবাধিকার কর্মী ও নির্যাতিত শিশুর মা রোজিনা আক্তার জানান, হোসন বৈদ্য, ইয়াবা রফিক, মানবপাচারকারী আবছার ও সাজেদা বেগমসহ কয়েকজন মিলে বিভিন্ন অবৈধ ব্যবসা করে আসছিল। মানবাধিকার কর্মী হিসেবে তাদের ওই কাজে বাধা দিলে আমাকে মেরে ফেলার হুমকি দেয় তারা। আমাকে না পেয়ে আমার শিশু কন্যাকে সীমাহীন নির্যাতন চালিয়েছে সন্ত্রাসীরা। জানা যায়, শুক্রবার দুপুরে সাদিয়া সুলতানা নুরীকে (৯) বেধড়ক পিটিয়ে থেঁতলে দেয় তার শরীর। মাল্টিমিডিয়া স্কুলের ৪র্থ শ্রেণীর ছাত্রী সাদিয়া সুলতানা নুরীকে গুরুতর আহত অবস্থায় কক্সবাজার সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। ওই শিশুর পিতা ইলিয়াস বলেন, আমার মেয়েকে আইয়ামে জাহিলিয়াত যুগের স্টাইলে নির্যাতন করেছে তারা। অবুঝ শিশুর ওপর নির্দয় নির্যাতন করতে পেরেছে ওই পাষ-রা।
×