ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

আজিয়াটার সঙ্গে একীভূত হচ্ছে এরিকসনের চার্জিং সিস্টেম

প্রকাশিত: ০৯:২৭, ২৭ ফেব্রুয়ারি ২০১৯

আজিয়াটার সঙ্গে একীভূত হচ্ছে এরিকসনের চার্জিং সিস্টেম

স্টাফ রিপোর্টার ॥ আজিয়াটা গ্রুপ বারহেডের (‘আজিয়াটা’ বা ‘দ্য গ্রুপ’) এ্যাপিগেট প্ল্যাটফর্মের সঙ্গে এরিকসনের প্রি-ইন্টিগ্রেশন চার্জিং সিস্টেম একীভূত হওয়ার ঘোষণা দিয়েছে এরিকসন। বার্সেলোনায় চলমান মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেসে (এমডব্লিউসি) এ ঘোষণা দেয় প্রতিষ্ঠানটি। উল্লেখ্য, গত ২৫ ফেব্রুয়ারি শুরু হয়ে আগামী ২৮ ফেব্রুয়ারি, ২০১৯ পর্যন্ত চলবে এমডব্লিউসি ২০১৯। এমডব্লিউসি ২০১৯-এ ৫জি বা পঞ্চম প্রজন্মের ব্যবসায়িক সুযোগ সংক্রান্ত সূক্ষ্মজ্ঞানের পাশাপাশি সেবাদানকারীদের ব্যবসা ও গ্রাহক অভিজ্ঞতার বিভিন্ন তথ্য প্রদর্শন করবে এরিকসন। এ্যাপিগেট হচ্ছে এ্যাপ্লিকেশন প্রোগ্রাম ইন্টারফেস (এপিআই) ইকোসিস্টেমের নতুন প্রযুক্তি যা দ্রুত ব্যবসায়িক প্রবৃদ্ধি ও নগদীকরণের ক্ষেত্রে একটি নিরাপদ ও বাধাহীন প্ল্যাটফর্ম। লক্ষ্যভিত্তিক এপিআই মাইক্রোসার্ভিসেস এ্যাক্সিলেরেটরের মাধ্যমে উদ্ভাবনী ডিজিটাল এপিআই ইন্টিগ্রেশন তৈরি ও কাঠামো পর্যবেক্ষণে এটি বিশেষ ভূমিকা রাখবে। ওপেন এপিআই এবং ইনোভেশন ইকোসিস্টেমের মাধ্যমে আয়ের নতুন ক্ষেত্র তৈরিতে এটি যোগাযোগ সংক্রান্ত সেবাদানকারীদের সহায়তা করবে।
×