ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

বিনিয়োগে প্রবৃদ্ধি নেই ১৬ নন-লাইফ কোম্পানিতে

প্রকাশিত: ০৯:২৪, ২৭ ফেব্রুয়ারি ২০১৯

বিনিয়োগে প্রবৃদ্ধি নেই ১৬ নন-লাইফ কোম্পানিতে

অর্থনৈতিক রিপোর্টার ॥ দেশে নন-লাইফ বীমাখাতে ২০১৮ সালে তৃতীয় প্রান্তিকে ১৬টি কোম্পানির বিনিয়োগের প্রবৃদ্ধি কমেছে। বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ)’র গেল বছরের তৃতীয় প্রান্তিকের প্রতিবেদনে এ তথ্য জানা গেছে। তবে নন-লাইফ ৪৬টি কোম্পানির সে বছর দ্বিতীয় প্রান্তিকে বিনিয়োগের পরিমাণ ছিল ৫ হাজার ৩৩৭ কোটি ৫ লাখ টাকা; তৃতীয় প্রন্তিকে তা ৭.৪৩ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ৫ হাজার ৭৩৩ কোটি ৪৫ লাখ টাকা। প্রতিবেদন অনুসারে, গতবছরে দ্বিতীয় প্রান্তিকের তুলনায় তৃতীয় প্রান্তিকে প্রবৃদ্ধি অর্জন করতে পারেনি গ্রীন ডেল্টা ইন্স্যুরেন্সের ০.৪৮ শতাংশ প্রবৃদ্ধি কমে বিনিয়োগ দাঁড়িয়েছে ৪৯৪ কোটি ৯৯ লাখ টাকা, ঢাকা ইন্স্যুরেন্সের ১.০৪ শতাংশ প্রবৃদ্ধি কমে বিনিয়োগ দাঁড়িয়েছে ১৪৪ কোটি ৪৬ লাখ টাকা, সেন্ট্রাল ইন্স্যুরেন্সের ১.২৬ শতাংশ প্রবৃদ্ধি কমে বিনিয়োগ দাঁড়িয়েছে ১১৬ কোটি ৮১ লাখ টাকা, এশিয়া ইন্স্যুরেন্সের ১.৩৫ শতাংশ প্রবৃদ্ধি কমে বিনিয়োগ দাঁড়িয়েছে ৮৯ কোটি ৯৭ লাখ টাকা, মার্কেন্টাইল ইন্স্যুরেন্সের ২.১৮ শতাংশ প্রবৃদ্ধি কমে বিনিয়োগ দাঁড়িয়েছে ৯৭ কোটি ৫৭ লাখ টাকা, এশিয়া প্যাসিফিকের ২.৫২ শতাংশ প্রবৃদ্ধি কমে বিনিয়োগ দাঁড়িয়েছে ৮৯ কোটি ৯৭ লাখ টাকা, কর্ণফুলি ইন্স্যুরেন্সের ৫.৬৮ শতাংশ প্রবৃদ্ধি কমে বিনিয়োগ দাঁড়িয়েছে ৭২ কোটি ৩৩ লাখ টাকা, সিটি জেনারেলের ২.২৫ শতাংশ প্রবৃদ্ধি কমে বিনিয়োগ দাঁড়িয়েছে ৭১ কোটি ৯৮ লাখ টাকা, বাংলাদেশ জেনারেলের ১৩.১৫ শতাংশ প্রবৃদ্ধি কমে বিনিয়োগ দাঁড়িয়েছে ৭০ কোটি ৯১ লাখ টাকা, এক্সপ্রেস ইন্স্যুরেন্সের ১.৭০ শতাংশ প্রবৃদ্ধি কমে বিনিয়োগ দাঁড়িয়েছে ৬৬ কোটি ৫১ লাখ টাকা, নর্দান জেনারেলের ৫.৭১ শতাংশ প্রবৃদ্ধি কমে বিনিয়োগ দাঁড়িয়েছে ৫৫ কোটি ৭২ লাখ টাকা, প্রভাতীর ১১.৪৮ শতাংশ প্রবৃদ্ধি কমে বিনিয়োগ দাঁড়িয়েছে ৪৯ কোটি ৪০ লাখ টাকা, রিপাবলিক ইন্স্যুরেন্সের ০.২০ শতাংশ প্রবৃদ্ধি কমে বিনিয়োগ দাঁড়িয়েছে ৪৩ কোটি ৮৯ লাখ টাকা, সোনার বাংলা ইন্স্যুরেন্সের ০.৪৭ শতাংশ প্রবৃদ্ধি কমে বিনিয়োগ দাঁড়িয়েছে ২৮ কোটি ৮৮ লাখ টাকা, ইউনিয়ন ইন্স্যুরেন্সের ১.৬৪ শতাংশ প্রবৃদ্ধি কমে বিনিয়োগ দাঁড়িয়েছে ২৫ কোটি ৭৫ লাখ টাকা ও বাংলাদেশ কো-অপারেটিভের প্রবৃদ্ধি স্থির থেকে বিনিয়োগ দাঁড়িয়েছে ২ কোটি ১৭ লাখ টাকা। উল্লোখিত ১৬টি কোম্পানির তৃতীয় প্রান্তিকে প্রবৃদ্ধি না থাকলেও কয়েকটি বীমাকারীর প্রবৃদ্ধি অবশ্য উল্লেখযোগ্য হারে বেড়েছে। যার মধ্যে সাধারণ বীমা কর্পোরেশনের ৩৯.২৯ শতাংশ প্রবৃদ্ধি বেড়ে বিনিয়োগ দাঁড়িয়েছে ১ হাজার ৯৭ কোটি ৫৫ লাখ টাকা, পাইওনিয়ার ইন্স্যুরেন্সের ১১.১২ শতাংশ প্রবৃদ্ধি বেড়ে বিনিয়োগ দাঁড়িয়েছে ২৬৯ কোটি ৬৫ লাখ টাকা, সিকদার ইন্স্যুরেন্সের ৩১.১৫ শতাংশ প্রবৃদ্ধি বেড়ে বিনিয়োগ দাঁড়িয়েছে ১২৬ কোটি ৮৫ লাখ টাকা, রিল্যায়েন্স ইন্স্যুরেন্সের ৫.৮০ শতাংশ প্রবৃদ্ধি কমে বিনিয়োগ দাঁড়িয়েছে ৬২৯ কোটি ২৫ লাখ টাকা, ইস্টল্যান্ড ইন্স্যুরেন্সের ৫.৪৪ শতাংশ প্রবৃদ্ধি বেড়ে বিনিয়োগ দাঁড়িয়েছে ৯০ কোটি ২৫ লাখ টাকা, নিটল ইন্স্যুরেন্সের ৪.৬২ শতাংশ প্রবৃদ্ধি বেড়ে বিনিয়োগ দাঁড়িয়েছে ১০০ কোটি ৬১ লাখ টাকা। তথ্য অনুসারে, ওই প্রান্তিকে গ্রীন ডেল্টা ইন্স্যুরেন্সের ০.৯৪ শতাংশ প্রবৃদ্ধি বেড়ে বিনিয়োগ দাঁড়িয়েছে ৪৯৪ কোটি ৯৯ লাখ টাকা, ইস্টার্ন ইন্স্যুরেন্সের ০.৪৩ শতাংশ প্রবৃদ্ধি বেড়ে বিনিয়োগ দাঁড়িয়েছে ১৯৯ কোটি ৩৭ লাখ টাকা, পিপলস ইন্স্যুরেন্সের ০.১৫ শতাংশ প্রবৃদ্ধি বেড়ে বিনিয়োগ দাঁড়িয়েছে ১৪৮ কোটি ৫৪ লাখ টাকা, রূপালী ইন্স্যুরেন্সের ২.৭৯ শতাংশ প্রবৃদ্ধি বেড়ে বিনিয়োগ দাঁড়িয়েছে ১৪৬ কোটি ২১ লাখ টাকা, ফিনিক্স ইন্স্যুরেন্সের ৩.৫৪ শতাংশ প্রবৃদ্ধি বেড়ে বিনিয়োগ দাঁড়িয়েছে ১২৭ কোটি ৯৩ লাখ টাকা, ইউনাইটেড ইন্স্যুরেন্সের ০.৩২ শতাংশ প্রবৃদ্ধি বেড়ে বিনিয়োগ দাঁড়িয়েছে ১১৭ কোটি ৫৮ লাখ টাকা, স্ট্যান্ডার্ড ইন্স্যুরেন্সের ১.৮০ শতাংশ প্রবৃদ্ধি বেড়ে বিনিয়োগ দাঁড়িয়েছে ৮৫ কোটি ৪৩ লাখ টাকা, বাংলাদেশ ন্যাশনাল ইন্স্যুরেন্সের ১.৬৩ শতাংশ প্রবৃদ্ধি বেড়ে বিনিয়োগ দাঁড়িয়েছে ৮০ কোটি ৭৫ লাখ টাকা, তাকাফুল ইন্স্যুরেন্সের ১.৪৪ শতাংশ প্রবৃদ্ধি বেড়ে বিনিয়োগ দাঁড়িয়েছে ৭৭ কোটি ১১ লাখ টাকা, পুরবী জেনারেল ইন্স্যুরেন্সের ১.৮৫ শতাংশ প্রবৃদ্ধি বেড়ে বিনিয়োগ দাঁড়িয়েছে ৬৪ কোটি ৫৮ লাখ টাকা।
×